এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল
সে ধূপের ধোঁয়ায় চুল্টি শুকায়,
বিনিসূতার হার সে গড়ে,
দোলন চাঁপার ননীর গায়ে
আলোর সোহাগ গড়িয়ে পড়ে!
কানড়া ছাঁদ খোঁপা বাঁধে,
পিঠ-ঝাঁপা তার লুটায় কাঁধে,
তার কাজল দিতে চক্ষে আজো
চোখের পাতায় শিশির নড়ে;
সে বেণীতে দেয় বকুল মালা
বিনিসূতার হার সে গড়ে।
সে নামালে চোখ আকাশ ভরা
দিনের আলো ঝিমিয়ে আসে,
সে কাঁদ্লে পরে মুক্তা ঝরে
হাস্লে পরে মাণিক হাসে!
কেরল কাঠের নৌকাখানি
জানে নাক’ তুফান পানি,—
কুল্কুলিয়ে ঢেউগুলি যায়
নুইয়ে মাথা আশে পাশে
যদি সেঁউতি ‘পরে চরণ পড়ে
হয় সে সোনা অনায়াসে!
৭১