এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল
ওই সওদাগরের বোঝাই ডিঙা
ফিঙার মত চলত উড়ে,
তার পরশ-লোভে আজকে সে হায়,
দাঁড়িয়ে আছে ঘাটটি জুড়ে!
অরাজকের পাগলা হাতী
পথে পথে ফির্ছে মাতি,’—
তারে দেখতে পেলেই করবে রাণী
শুঁড়ে তুলে তুল্বে মুড়ে!
ওগো তারি লাগি বাজছে বাঁশী
পরাণ ব্যেপে ভুবন জুড়ে!
সুধা
সুধা আছে গো কোথা?
কেবা জানে বারতা?
আছে কোন্ সুদূরে—
কোন্ স্বরগ-পুরে!
হায় কোন্ নিঝরে
সুধা নিয়ত ঝরে?
সে কি হরে গো ক্ষুধা—
সেই স্বরগ-সুধা!
৭২