পাতা:ফুলের ফসল.djvu/৯০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল



আমি  জানি বারতা,
আমি  জানি সে কথা,
চির-  নীরব স্রোতে
সুধা  বহে মরতে।

তাই  শিশুরা হাসে,
চাঁদ  হাসে আকাশে,
তাই  ফাগুন আসে
ফিরে  বনের পাশে!

সুধা  মিঠার মিঠা!
ফুল-  মধুর ছিটা!
সুধা  পরাণ ভরে,
সুধা  নিঝরে ঝরে!

সুধা  হরে অবসাদ,
হরে  সকল বিষাদ;
সুধা  দেবতার সাধ,
সুধা  অগাধ! অগাধ!

৭৫