পাতা:ফুলের ফসল.djvu/৯১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল

গান

আমার যাহা ছিল আপন ব’লে,
আনিয়া দিয়াছি ও চরণতলে।
এ তনু মন ভরি’
এবে বিহরে, মরি,
তোমারি সৌরভ শতেক ছলে!


কৃষ্ণকেলি

পরীর ছেলেরা বিনিসূতে যবে ওড়ায় ফড়িং-ঘুড়ি
দুপুরের সেই আলোকের পুবে আমরা অফুট কুঁড়ি;
সন্ধ্যার হাওয়া বহিলে ভুবনে তবে সে ঘামটা খুলি,
আঙিনার কোলে ভাঁজে ভাঁজে খোলে রঙীন পাপ্‌ড়িগুলি!
আমরা কৃষ্ণকেলি,
কাহারো পরনে জর্দ্দা তসর কাহারো বা রাঙা চেলি!

আকাশ-বাহিনী মন্দাকিনীর সোনার কিনার জুড়ি'
পরীর মেয়েরা মিলিয়া গুঁড়ায় পঞ্চ বরণ গুঁড়ি;
সোনার পইঠা ‘পরে বসি’ তারা প্রজাপতি ব্রত ক’রে
পঞ্চবরণ মাখায় যখন প্রজাপতি ধ'রে ধ'রে;–
তখন নয়ন মেলি,
পঞ্চবরণ ঘাঘরিতে সাজি কিশোরী কৃষ্ণকেলি।

৭৬