এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল
অসেচ হরষ অমূর্ত্ত রস
আলোর আলিঙ্গনে।
অতি অদ্ভুত মৃদু বিদ্যুৎ
উঠে মুহু রণরণি’
হৃদয়ে চরণ রাখেন দেবতা,—
পদ্মের মাঝে মণি!
তার পরে ধীরে আকাশ মুকুরে
আলো হ’য়ে আসে আলা,
ঝরে যায় দল, জীবনের শুধু
অবশেষ জপমালা।
ভকতি-সাধন আমি গো তখন
পুষ্পের মহারাণী,
প্রেমিকের লীলাকমল, মরাল-
মধুপের রাজধানী।
মাটির সঙ্গে বাঁধা আছি আমি
আাছি গো জলের সাথে,
তবু আলোকের অভিসারে, করি
যাত্রা তিমির রাতে!
৮১