এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল
কুমুদ
চাঁদের চুমায় জাগিয়া উঠেছি
বিথারি’ অমল ছত্র,
আমি কুমুদিনী নৈশ-বাতাসে
খুলেছি সুরভি-সত্র!
অন্ধ ভ্রমর বন্ধ রয়েছে
মুদিত কমল-বক্ষে,
জোনাকী আমার বন্ধু এসেছে
জোছনা আহরি’ পক্ষে!
গোপন করেছে প্রাচীন রোহিত
তার হরিহর মূর্ত্তি,
আলোক-লিপ্ত লহরে এখন
জাগে শফরীর স্ফূর্ত্তি!
কূলে দেউলের অঙ্গে লেগেছে
সময়ের মসী চিহ্ন,
আমার বঁধুর অমল পরশে
সে মসী ছিন্ন ভিন্ন!
চির-দক্ষিণ নায়ক—আমার
মরম বুঝিতে দক্ষ;
সুষমা যে শোষে দস্যুর মত
কে চাহে তাহার সখ্য!
৮২