পাতা:ফুলের ফসল.djvu/৯৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল

সূর্য্যেরে আমি দূর হ’তে নমি,
ভালবাসি আমি ইন্দু,
লক্ষ যোজন দূরে থেকে মোরে
দেছে সে অমৃত বিন্দু।


গান

শেফালি গো! সন্ধ্যা গেলো,
মুকুল ফুটাও!
সুরভি ছিটাও পবনে উঠাও—
ভুবনে ছুটাও!
মুকুল ফুটাও!
আঁধার গলে জ্যোৎস্না-জলে;
তুমিও গলাও—
হাওয়ারে,—ঢুলাও! তন্দ্রা বুলাও।
পরাণ ভুলাও!
গন্ধ বিলাও!
গন্ধ লুকাও, আবার লুটাও
গন্ধ ছুটাও!
মুকুল ফুটাও!

৮৩