পাতা:ফুলের মালা.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

е е ফুলের মালা । -- .--------- -به---- রমণী বলিল, “কি গাহিবেন? আর একটি বিরহ গান ; নবীন অধিকারীর টপ্পা বড় ভালবাসি ; আগে যেটি গাছিলেন, সেটি তার না ?” ব্রাহ্মণের সঙ্গীতবিদ্যা সার্থক বলিয়। মনে হইল, জীবন ধন্ত মনে হইল ; তিনি আহলাদ গোপন করিতে ন পারিয়া বলি লেন -“আমিই নবীন অধিকারী " শক্তি পূৰ্ব্বেই ঠাহাকে চিনিয়াছিল । আট দশ বৎসরে ব্রাহ্মণ ঠাঙ্গার নিকট বিশেষ পরিলক্তি ত হন নাই, কিন্তু শক্তি সম্পূণ পরিবৰ্ত্তিক । শক্তি বলিল,--“ আপনি নলীন অধিকারী ? আপনার গানের প্রশংসাই শুনিয়া অগ্নিতেছি ; আজ চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হইল; আমার মহা ভাগ্য । আর একটি গান শোনান ।” ব্ৰাহ্মণ গাম ধরিলেন— এমনি ক’রে—- ভারে কি র্কাদে প্রাণ আমারে তরে ? সেথা—জোছন রজনী, স্নান কি, সজনি, এমনি তাহারে নয়ন লোরে ? ঐ দুটি তারা, আপনাতে হার1, শুনিছে তারো কি বিরই গান ? মালাগাছি গলে তেমনি কি দোলে, শুকান-তবু কি তেমনি মান ? বুকে ধরে চেপে উঠিছে কি কেঁপে, শিহরে বা কভু অধরে রাখি ? স্কৃতির মিলনে, বিরহ বেদনে, এমনি, স্বঞ্জনি, আকুল সেকি ?