> * > ফুলের মালা । এমন যামিনী, মধুর চাদনী, সে যদি গো শুধু আসিত ? সেদিন একজন ভিখারীর মুখে শুনিতেছিলাম !” ব্রাহ্মণ বলিলেন, “আমারি গান, মা, তুমি এত গান ভাগ লাস-লিজেও কি গাহিয়া থাক ?” শক্তি। হ্যা, আমরা ভিক্ষা করিয়া খাই, একটু আধটু গান গাহিতে হয় বই কি । ব্রাহ্মণ আগ্রহে কহিলেন;---“একটি কি শুনিতে পাই না? আমি মতোমার পিতৃতুল্য, আমার কাছে গাহিতে ত লজ্জা নাই।” শক্তি একটু হাসিয়া বলিঙ্গ ; “তা সত্য, কিন্তু আপনার মত গারকের কাছে আমার গান গাওয়া ধৃষ্টতামাত্র, তবে আপনি १fलएउtछ्न-ोहे !' শক্তি আস্তে আস্তে আরম্ভ করিয়া ক্রমে কণ্ঠ খুলিয়া গাহিল এমন যামিনী, মধুর চাদিনী, সে শুধু গো যদি আসিত । পরাণে এমন আকুল তিয়াস, যদি সে শুধু গো ভালবাসিত ! এ মধু বসন্ত, এত শোভা হাসি, এ নব যৌবন, এত রূপরাশি, সকলি উঠিত পুলকে বিকাশি, লে শুধু গো যদি চাহিত । মিথ্যা বিধি ! তুমি, মিথ্যা তব স্বষ্টি, কেন এ সৌন্দৰ্য্য নাহি যদি দৃষ্টি ! যদি হলাহলে ভরা প্রেমমুধা মিষ্টি, কেন তবে প্রাণ তৃষিত ।
পাতা:ফুলের মালা.djvu/১০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।