পাতা:ফুলের মালা.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 е 8 ফুলের মালা । ত্রয়োবিংশ পরিচ্ছেদ مسیحی صحه یعیعی حس مست. রাণীর সহিত দেখা করিবার জন্য শক্তি মোটেই ব্যস্ত ছিল না। কিন্তু মনে পাপ থাকিলেই বাহিরে যত সঙ্কোচ ! কি জানি শুধু রাজার সহিত দেখা করিতে চাছিলে ব্রাহ্মণ যদি কোনরূপ সন্দেহ করিয়া বসে, তাই সে রাজার মাম করিতে গিয়া রাণীর পর্য্যন্ত নাম করিয়া বসিল । আলোকিত শিবিরের প্রধান কক্ষে সামান্ত খাটিয়ার উপর এক বৎসরের শিশু নিদ্রিত, গণেশদেব সেই শয্যায় এক উচ্চ বালিশের উপর পাশ্ব ঠেসান দিয়া হাতে মাথা রাপিয়া শিশুর দিকে চাহিয়া আছেন । মাঝে মাঝে তাহার নিদ্রিত অধরে চুম্বন করিতেছেন । নিরূপমা নীচে পণ রাখিয়া রাজার মাথার কাছে বসিয়া তাহার ঘন চুলের মধ্যে সরু সরু আঙ্গুলগুলি সস্নেহে সঞ্চালিত করিতে করিতে র্তাহাকে সোংস্কক্যে নানারূপ সংবাদ জিজ্ঞাসা করিতেছে। রঙ্গিণী ভিখারিণীকে এই সময় কক্ষদ্বারে আনিয়া কঞ্চিল, “তুমি ধাড়াও আমি খবর দিয়া আধি” । বলিয়া রঙ্গিণী ভিতরে প্রবেশ করিল। শক্তি স্বারের কাছে আর একটু সরিয়া দাড়াইল । গণেশদেবকে এই প্রথম সে রাণীর সহিত একত্রে দেখিল, তাহার একটি সন্তান হইয়াছে এই সে প্রথম জানিল । নিরুপমা কি সুখশাস্তির ক্রোড়ে অবস্থিত! তাহার কি সৌভাগ্য ! স্বামীর সোহাগে, পুত্রের স্নেহে, সমাজের বিশুদ্ধ শ্রদ্ধার মধ্যে