eు ফুলের মালা । অনেক কষ্ট সহ করিম্ভছে তাই সে এই অসহ ঘৃণা-নিষ্পেষিত হইয়াও সোজা হইয়া দাড়াইয়া বলিল, “নামে মাত্র ; আমি তাহার শষ্যাভাগিনী নহি । আমার হৃদয় মন দেহ অকলঙ্কিত ভাবে এখনো তোমারি। তবে তুমি ৰদি আমাকে রক্ষা না কর, তাহ হইলে আমার এই বিশুদ্ধতা নষ্ট হইবে, তুমি উদ্ধার না করিলে আমার পাপানলে ঝাপ দেওয়া ছাড়া উপায়াস্তুর নাই ।” সে দিন রাজা বালকের দ্যাস্থ প্রেমিকের দ্যায় শক্তিকে দেখিয়া আত্মহার,বিহ্বল হইয়াছিলেন। তাহার সেদিনকার কথা স্থায়ী স্থায়বোধরহিত, মুগ্ধ, আত্মবিলুপ্ত, প্রেমময় হৃদয়ের কথা ; কিন্তু আজ তিনি প্রশান্ত গষ্ঠীর অপক্ষপাতী কঠোর বিচারক হইয়া বলিলেন, “সেদিন আর নাই । তুমি যবন গৃহে বাস করিয়াছ, কিরূপে তুমি আমার পত্নী হইবে? ভবিতব্য উণ্টান, কৰ্ম্ম খণ্ডিত করা আমার সাধ্যাতীত। সে দিন তোমাকে আমার করিতে পারিতাম ; কিন্তু তখন তুমি চলিয়া গেলে, পরদিন তোমাকে সন্ধান করিতে গিয়া শুনিলাম, তুমি গায়মুদিনের বেগম হইয়াছ।” শক্তি বলিল, “সত্যই কি তোমার আমাকে বিবাহ করিবার ইচ্ছা ছিল ! মহারাণীর অমত সত্ত্বেও ?” রাজা বলিলেন--"ই ’ শক্তি দেখিল, নিজের পায়ে সে নিজে কুঠার মারিয়াছে। প্রতিশোধপরবশ, ক্ৰোধপরবশ, জ্ঞানহারা, আত্মহারা হইয়া মুখের আশ্রয় ছাড়িয়া সে হুঃখের তরঙ্গে ঝাপ দিয়াছে। কে আর এখন एठांशं८क ॐहे८त ? ब्रांछां सृमि उांशं८क ॐाहे८ड यांन उ निरख শুদ্ধ অতলে ডুবিবেন ! তাহাকে রক্ষা করা, তাহার কৰ্ম্মাভিশাপ খগুন করা—এখন দেবতারো সাধ্য নহে। শক্তি আপনার ছয়বস্থা
পাতা:ফুলের মালা.djvu/১০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।