পাতা:ফুলের মালা.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । } } SAASASAAAAASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS - - - - তৃতীয় পরিচ্ছেদ । কৃপাণযুদ্ধ বর্ষাযুদ্ধ প্রভৃতি অন্যান্ত অস্ত্র খেলা হইয়া গিয়াছে, কেবল মাত্র তাঁর খেলাই এখনও বাকী রহিয়াছে। অদূরে অশ্ব প্রস্তুত, সুলতান সেকন্দর সাহসিংহাসন হইতে নামিয়া অশ্বারোহণ করিলেন, আর সভাসদ ও নিমন্ত্রিতগণ র্তাহার উভয় পাশ্বে এবং পশ্চাতে শ্রেণীবদ্ধ হইয়া দণ্ডায়মান হইল। একটি হস্তাবস্থিত পক্ষীমুখচুম্বনকারী প্রস্তরময়ী রমণীমূৰ্ত্তি দূরে সম্মুখে স্থাপিত, সেই পক্ষীর চক্ষুর প্রতি তীর সন্ধান করিয়া বিদ্ধ করিতে হইবে। পক্ষীটি রমণীর কপোলে এমনি ভাবে অবস্থিত যে রমণীমূৰ্ত্তিকে কিছুমাত্র আঘাত না করিয়া তীর দ্বারা কেবল চক্ষু বিদ্ধ করা বিশেষ পারদর্শিতার কার্য্য । সমস্ত দিন যে সকল খেলা হইয়াছে তাহার মধ্যে এইটি দেখিবার জন্ত সকলে সমুৎসুক। বঙ্গেশ্বরের ইঙ্গিতে নকীব একটু অগ্রসর হইয়া চীৎকার করিয়া বলিল, “এই লক্ষ্য ভেদ করিয়া যিনি সন্মানিত হইতে চাহেন, মুলতানসেকন্দর সাহের অনুজ্ঞায় তিনি এইবার সন্মুখীন হউন " নকীব উচ্চৈঃস্বরে তিন বার এই কথা বলিল। ষ্ট্রেসারব করিয়া সতেজে গ্রীবা উত্তোলন পূর্বক সুন্দর যুবাপুরুষকে পৃষ্ঠে বহন করিয়া এক তেজস্বী অশ্ব অগ্রসর হইল । সহসা প্রান্তরের ভীষণ কোলাহল নিস্তব্ধতায় পরিণত হইল, মন্ত্রমুগ্ধের স্থায় বন্ধদৃষ্টি হইয়া সকলে রুদ্ধ নিশ্বাসে #াড়াইয়া রহিল। যুবক রাজার দিকে অগ্রসর হইতে হইতে