এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ফুলের মালা । > > ○ এক জনের জন্তে আমরা লক্ষি’জন প্রাণ দিতে পারবো না । তার চেয়ে সাহেবুদ্দিনকে রাজা ফেরৎ দিন । চতু। তোর পরামর্শ নিয়েই রাজ রাজ্য চালাবে কি না ! দি। রাজা না শোনে রাণী-মাকে বলবো। তিনি যখন নাইতে আসবেন, আমরা তার হ পা চেপে ধরে বলবো, ‘রক্ষা কর, মা জননি, নয় ত তোমার সস্তানদের বুকের উপর পা দিয়ে মাড়িয়ে চলে যাও 1" প্র । কিন্তু তা ও বলি, খুড়ো বেটা একবার যদি ওকে হাতে পায় ত অমনি গল টিপে মারবে । ওদের ত দয়ামায়া নেই। আহা বালক, বfচ্ছা! দ্বি। আমাদের রাজার কি দয়ার শরীর ! যেন ধৰ্ম্মরাজ যুধিষ্ঠিয় ! এইরূপে গল্প করিতে করিতে তাহারা স্নানের ঘাটে আসিয়া পৌছিল ।