পাতা:ফুলের মালা.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y > 8 ফুলের মালা । পঞ্চবিংশ পরিচ্ছেদ । حاص- سسته تخمe - مس -

&थक्काव्र ग्राझ अप्रभाम कद्भिग्नाधिश ठाशहें छैिन । माझ्ट्रकिनारू গণেশদেব আশ্রয় দিয়াছেন এ কথা গোপনায় হঠলেও গায় মুদিনের কর্ণে তাছা উঠিয়াছে । তাই তিনি কুন্তবকে তাহাৰ্ব সন্ধানে দিনাজপুর পঠাইয়াছেন । গণেশদেবের মহাবিপদ, গুয় শরণাগত বন্ধুকে মৃত্যুহুস্তে সমর্পণ করিতে হয়-নর আবার যুদ্ধ বাধে ; রাজ্য ছারখারে যায় । সন্ন্যামিনীর পরামর্শ-যুদ্ধ বাধে বাধুক, আশ্রিত রক্ষা, অষ্ঠায় দমন, রাজ ধৰ্ম্ম । এ ধৰ্ম্ম রক্ষাকরিতে গিয়া সৰ্ব্বশ্বাস্ত হইতে হয়, সে ও ভাল। গণেশদেবের মাতৃ-আজ্ঞা ইহার বিপরীত। তিনি বলিন্তে. ছেন,—সাহেবুদ্দিনকে আশ্রয় প্রদান করিলে ধৰ্ম্মরক্ষা হইবে না ; ধৰ্ম্মহীনি হইবে । এক জীবনের জষ্ঠ শত আশ্রিত প্রজার জীবননাশ রাজকৰ্ত্তব্য নহে, এই দ৪ে সাহেবুদ্দিনকে কুতবের হস্তে সমর্পণ করিয়া দেশ রক্ষা করা হউক। গণেশদেবের কিন্তু এ কথা মনে লাগিতেছে না । তিনি ভাবিতেছেন, “আগে হইতে লাভ লোকসানের পরিমাণ নিদ্ধারণ, ফলাফল গণনা করিয়া কৰ্ত্তবা মীমাংসা করা কি ক্ষীণদৃষ্টি মানবের পক্ষে সম্ভবে ? তাহা হইলে ন্যায়, মহত্ব, ধৰ্ম্মের প্রকৃতপক্ষে কোন কার্য্যকারী অস্তিত্বই থাকে না। তাহা হইলে যেখানে দশ জনে মিলিয়া এক জনের প্রতি অত্যাচার করিতেছে, সেখানে অন্ত পাঁচ জন দর্শক নিশ্চিন্তভাবে দ্বাড়ইয়া থাকুক, কেননা পাঁচ জন যদি দশ জনের সঙ্গে লড়িতে