ফুলের মাল । >3○ দিনাজপুরের রাণী - তার অধীন সমস্তপত্নী, সে যদি তোমার সঙ্গে সমানভাবে মেশে তবে সেতো তোমারি গৌরবের কথা !" নিরূপমার বড় দুঃখ হইল, শক্তির প্রতি রাজার সেই সন্মান ভাবে সে আপনাতে আপনি নিতান্ত ক্ষুদ্র হইয়া পড়িল। তাহার সেই পুরাতন কথা আবার মনে পড়িল । সন্তাই ত ! নিরূপমা fক শক্তির সমযোগ্য ! রাজা শক্তির গলীয় ফুলের মাল পরাইয়াছিলেন, তাছাকে ত পরান নাই ’’ হৃদয়ে আঘাত অষ্টভৰ কবিয়া নিরূপম অভিমান ভরে মুখে কেবলমাত্র বলিল “তাই ত!” এমন সমর দ্বারে সংসা করাধাত পড়িল। রাজা চমকিয়৷ জিজ্ঞাসা করিলেন “কে ও ?” রঙ্গিণী উত্তর কপ্পিল, “ভগবতী সন্ন্যাসিনী দাক্ষাৎ করিতে আসিয়:ছেল ৷” রাজা সচকিতে উঠির দ্বার খুলিয়া দিলেন। সন্ন্যাসিলা বলিলেন, “তোমার মাতা কুতবকে সাহেলুদিনের গৃহের সন্ধান দিয়াছেন, সাহেলুদিন বোপ হয় এতক্ষণে বন্দী হইলেন - এখনি যদি কোন উপায় করিতে পার হু দেখ ।” য়াজ ব্যগ্ৰ ভালে বলিলেন, “আপনি সহরকোভোয়ালকে বলুন-- সৈন্ত লইয়া শীঘ্র আমার সাহাধ্যে আসে, আমি ততক্ষণ প্রাস দের প্রহরাসৈনিক যtহাদের পাই লইয়া অগ্রসর হক্টতেছি ।” রাজা দ্রু তপদে চলিলেন । দ্বারদেশে যে সকল প্রহরীদিগকে দেপিতে পfষ্টলেন তাহালিগকেই সঙ্গে লষ্টয়া চলিলেন । তাছাং। কুতধ-সেনার গতিরোধ করির দাড়াইতে পাল্লিলে তখন অন্ত সৈনিকেয়া আসিয়া যোগ দিতে পাপ্লিবে । দ্যাঙ্গোত্তেজিত, প্রাণ ভয়শূন্ত রাজা অসম সাহসে ভর করিয়া কতিপয় মাত্র সৈন্থ সঙ্গে
পাতা:ফুলের মালা.djvu/১২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।