পাতা:ফুলের মালা.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

鲇 ফুলের মালা । S) দৃঢ়পদক্ষেপে যুবরাজ গায়মুদিনের নিকটে আসিয়া অভিবাদন করিয়া বলিল, “আমার ফুলের মালা আমাকে ফিরাইয়া দিতে আজ্ঞা হউক। সকলে বিস্ময় দৃষ্টিতে তাহার দিকে চাহিয়৷ রহিল। যুবরাজ তাহার মালা তাহাকে ফিরাইয়া দিলেন। সে মালা-হস্তে গণেশদেবের দিকে চাহিয়া একটু থমকিয়া দাড়াইল, তাহার পর সুলতান সাহ এবং তাহার পুত্রকে অভিবাদন করিয়া যেমন দৃঢ় পদক্ষেপে আসিয়াছিল সেইরূপ নিৰ্ভয় দৃঢ় পদক্ষেপে আবার চলিয়া গেল । চতুর্থ পরিচ্ছেদ । -ബ*. স্থৰ্য্য পশ্চিম গ্রাস্তে ঢলিয়া পড়িয়াছে, তাহার হেমাভ রশ্মিগুলি নদীর উৰ্ম্মিলস্রোত চমকিয়া পরপারের বৃক্ষ শিখরে থেলিতে খেলিতে ক্রমে সরিয়া যাইতেছে। কুমার গণেশদেব অশ্বারোহণে তীর পথ দিয়া এই সময় ধীরে ধীরে বাসস্থানাভিমুখে ফিরিতে ছিলেন। কিন্তু অপরাহের দৃষ্ঠশোভায় কুমার মুগ্ধ নহেন, কিম্বা মধ্যাহের বিজয় সম্মানের কথাও এখন তাহার মনে নাই, তিনি কেবল ভাবিতেছেন সেই দীনবেশ যুবতীর কথা। তাহার জ্যোতিৰ্ম্মল্পী আত্মম্ভরী সৌন্দৰ্য্য, তাহার স্তায় অপরিচিতের প্রতি সেই পরিচিত সহাস-বৃষ্টি, রাজসভায় শুদ্ধ ফুলমাল নিক্ষেপ, এবং छांशं किब्राईब्रां बाहेम्नां शांsप्रा-gहे नकल ब्रश्छभग्न क्लिशृॉग्नङझे তিনি অনন্তমন । অপরিচিতার সম্বন্ধে সমস্তই অপরূপ, বিস্ময় ૨