পাতা:ফুলের মালা.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্কুলের মালা »ea বালিকার দিকে ফিরিয়া তাহাকে সাদরে কহিল, “কেঁদন। ভূমি আমার রাণী—তোমার জন্তে আমি ফুল নিয়ে আসি ” নিরূপম পুত্রের ব্যবহারে ব্যথিত হইয়া ঘৃণার স্বরে বলিলেন “ছি ছি যাদব ! ও যে মুসলমানী—ওকে ছেড়ে দাও—” তাহাদিগের সঙ্গে সঙ্গে সন্ন্যাসিনী৪ তথায় আসিয়া দাড়াইয়াছিলেন। তিনিই বালিকাকে লইয়া গণেশদেবের নিকট আসিস্ট্রে ছিলেন,পথিমধ্যে রাজপুত্র বালিকাকে লুট করিয়া লয় । নিরূপমার কথায় সম্লাসিনী কহিলেন,“বংসে, বিজাতীয় বলিয়া উহাকে ঘুণ করিঃ না। উহার মাতা তোমাদের সকলের জন্ত প্রাণ দিয়াছে - তাহা মনে রাখিও।” গণেশদেব দীর্ঘনিশ্বাস ফেলিয়া গুলবাহারকে কোলে তুলিয়া তাঙ্গর মুখ চুম্বন করিলেন, নিরূপমা ভাত দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া য়ছিলেন। বালক যাদব ইতিমধ্যে ছুটিয়া সুন্দরলালের নিকট হইতে একগাছি ফুলের মাল সংগ্ৰহ করিয়া আনিয়া বালিকাকে পরাইয়া কছিল, “সাঙ্গাঙ্গাদি, তুমি আমার রাণী, তোমাকে আমি विछ করব ।” নিরূপমার ভয় সত্য হইল, বালক যাদবের বালা কথা সত্য হইল, শক্তির অভিশাপ ফলিল। বালক যাদব যৌবনে মুসলমান হইয়া এই বালিকার পাণিগ্রহণ করিলেন। এই যাদবদেবই ভবিযুতে বঙ্গরাজ জেলালুনি নামে খ্যাত ।