পাতা:ফুলের মালা.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । > s পঞ্চম পরিচ্ছেদ । عصبة في جامعيتين يقيده তীরদেশের ঘনসংলগ্ন বৃক্ষরাজিসছুল বনকুঞ্জতলে সদ্য-কুঠারছিন্ন যে তিম্ভিড়ি তরু অৰ্দ্ধস্থল অৰ্দ্ধজল অধিকার করিয়া গুইয়া পড়িয়াছিল শক্তি সেইখানে আসিয়া তাহার উপর বসিল । রাজকুমার একটি তরুমুলে অশ্ব বাধিয়া শক্তির নিকটবর্তী তরুশাখা ধরিয়া দঁাড়াইলেন। স্বৰ্য্য অস্তে গিয়াছে, কিন্তু তখনও সন্ধ্যার ধূম্রবরণে পৃথিবী আচ্ছাদিত হয় নাই। পশ্চিম গগণে উজ্জ্বল লাল মেঘের স্তর জমিয়াছে, তাহার আভায় জলস্থল লাল হইয়া উঠিয়াছে। কিন্তু শক্তির স্বরূপ সুন্দর মুখে তাহা যেমন শোভিত इहेबांग्इ ७भन श्रांब्र cकांथां७ नरश् ! . শক্তি গৌরী—কিন্তু সাধারণ বঙ্গবালার স্থায় চম্পক বা কোমল পাণ্ডুবরণী নহে—তাহার বর্ণ ইরাণীর স্তায় তেজোময়ী, প্রফুল্প, প্রদীপ্ত, সুবর্ণাভ । কেবল বর্ণ নহে, তাহার সুঠাম সুদীর্ঘ নাসায়, বক্ররেখাযুক্ত নিমীলিত প্রান্ত ওষ্ঠাধরে, মধ্যবিভক্ত ক্ষুদ্র চিবুকে, কৃষ্ণক্ৰধমুনিম্নস্থ ঘনপত্রশালী নীলনয়নের দৃষ্টিতে আত্মগরিমাময় গৰ্ব্বিত দীপ্তসৌন্দৰ্য্য প্রকটত। তাহার আননের এই তেজ, এই দীপ্তি স্নানদিগ্ধ গৈরিক পরিচ্ছদে, কুঞ্চিত অলক গুচ্ছের সংস্পর্শে, নয়নের প্রেমময় আবেগচাঞ্চলো, এবং অধরপুটের আনন্দবিন্ধরিত ভাবে, আপাততঃ অতি মধুর কোমল कभनैौव्रऊ लांङ कब्रिब्रांछ्णि । ब्रांछकूमां८ब्रग्न छांश८क cमथिब्रा শকুন্তলাকে মনে পড়িতেছিল, জন্মস্ত ঠিক বলিয়াছেন