পাতা:ফুলের মালা.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । পারিলেন না। কিন্তু মুহূৰ্ত্তমধ্যে র্তাহার প্রফুল্ল মুখ বিষণ্ণ হইয়া পড়িল । তিনি শক্তিকে ভুলিতে পারেন নাই সত্য-কিন্তু তাহাতে অন্তের ক্ষতি বৃদ্ধি নাই, যা কিছু ক্ষতি তাহার নিজেরই। তিনি পুরুষ, শত বিবাহ ও উtহার পক্ষে যখন শাস্ত্রসম্মত, তখন একাধিক রমণীর চিন্তাও তাহার পক্ষে সেরূপ দোষজনক নহে। বিশেষ শক্তি পরস্ত্রী হইবার পূৰ্ব্বে র্তাহার হৃদয় অধিকার করিয়াছে, সুতরাং যাহাতে তাহার স্মৃতিপূর্ণ সে এ শক্তি নহে, সে তাহার বাল্যসখী, কুমারী শক্তিময়ী। কিন্তু শক্তি যে রমণী হইয়া, অষ্ঠের পত্নী হইয়া, এখনও তাহার স্মৃতি ধরিয়া আছে ইহাতে তাহার ইহকাল পরকাল উভয়েরই ক্ষতি ! কুমারের স্নান দৃষ্টি, বিষঃভাব, দেখিয়া শক্তি সহসা স্তম্ভিত হইয়া পড়িল, সে গল হইতে মালা খুলিয়া রাজকুমারকে পরাইতে যাইতেছিল, হাতের মালা তাহার হাতেই রহিয়া গেল-আর পরাণ হইল না ! কুমার বলিলেন, “শক্তি, সেই পেলার মালা! সে খেলা এখনও ভোল নি ? সে যে বালকের খেলা ! তোমার ভূলে যাওয়া डेंष्ट्रिङ हिल ।” e শক্তি মৰ্ম্মাহত হইয়া বলিল, “তুমি ভুলেছ ?” কুমার। “ভূলি নি–কিন্তু ভোলা উচিত ছিল। শক্তি, তুমি কেন হঠাৎ দেশ থেকে চলে গেলে, তোমার যে কত খোজ করেছি তার আর ঠিক নেই! রাজকুমার কঠোর কর্তব্যযুক্তি প্রদান করিতে গিয়া নিজের অনুরাগই ব্যক্ত করিয়া ফেলিলেন। শক্তি ইহাতে মুহূর্ত পূৰ্ব্বের আঘাত বেদনা ভুলিয়া আত্মস্থ হইয়া বলিল, “রাজকুমার,কেন যে