পাতা:ফুলের মালা.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । দিকে চাহিয়া আজ আর শক্তির হৃদয় জুড়াইল না, শক্তির বড় যত্নের বড় আদরের সেই অমূল্য ধন মালাগাছি আর সে মালা নহে ! যে আশা-বিশ্বাস-সুত্রে গ্রথিত ছিল বলিয়া ইহার অমূল্যস্থ, এখন সে অাশা বিশ্বাস ছিন্ন ; সুতরাং এখন ইহা আর কিচুহ নহে, শুধু অবহেয় শুষ্ক ছিন্ন ফুলদল মাত্র । মালার দিকে চাহিয়া আজ শক্তির জলন্ত বেদনা আরও জলিয়া উঠিল, অশ্রু শুকাইয়; গেল, সন্ধ্যার তীব্র অপমান-স্মৃতিতে তাহার নিজীব প্রাণ সহস) অস্বাভাবিকরূপে চেতনীলাভ করিল। শক্তি দন্তে অধর দংশন করিয়া সেই একত্র-গ্রথিত শুষ্ক ফুলগুলি স্থত্রনির্গত, হস্ত-পেযিত, মন্দিত করিয়া ভূমিতলে নিক্ষেপ করিল, তাহার সাধের ফুলদশ অণু,পরমাণুতে পরিণত হইয়া মৃত্তিকামাৎ হইল, বালিকা তাহার উপর চরণ রক্ষা করিয়া গৰ্ব্বিত মিৰ্ণিমেয-নেত্রে সেই দিকে চাহিয়া রহিল। দেখিতে দেখিতে তাহার রোষরক্ত নয়নে আবার অশ্রলহরী বহিল, অপমানমুদ্রিত ওষ্ঠাধরে নৈরাপ্তবেদন ক্ষরিত হইতে লাগিল। শক্তি সেই ছিন্ন-ফুলকণিকার উপয় লুষ্ঠিত হইয়। পড়িয়ার্কাদিয়া কাদিয়া কহিল, ”কুমার --কুমার –এই তোমার প্রেমের স্মৃতি !” আবার উত্তেজিত ক্রোধে তাহার করুণ-দুঃখ বিরূপ হইয়া উঠিল, সে মুষ্টিবদ্ধ হস্তে হৃদয় চাপিয়া তীব্র স্বরে বলিয়া উঠিল “কোথায় স্কৃতি ! স্মৃতি এখন প্রতিশোধ ! ভগবfম, প্রতিশোধ—প্রতিশোধ !” নিজের স্বরে নিজেই শিহরিয়া উঠিয়। শক্তি নিৰ্ব্বাক, নিজীব, নিম্পন্দ হইয়া রহিল। নিস্তব্ধ নিশায় সেই ক্রুদ্ধ স্বর কাননে প্রতিধ্বনি তুলিল—প্রতিশোধ—প্রতিশোধ— প্রতিশোধ !!