পাতা:ফুলের মালা.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ ফুলের মালা । শক্তি। আমাদের অনন্ত যন্ত্রণা দিয়াই তাহা হইলে ভগবানের উদ্দেগুসিদ্ধি! বিধাতা দয়াময় নহেন—তিনি নিষ্ঠুর নিৰ্ম্মম ? উ। তিনি নিষ্ঠুরও বটেন দয়াময়ও বটেন । তাহার উদ্দেশু যে সিদ্ধ করিয়া চলে তিনি তাহাকে সুখ দেন, র্তাহার উদ্দেশু যে সিদ্ধ করিতে চাহেন তিনি তাহাকে দুঃখ দেন। সকল কথা শক্তির মস্তিষ্কে ভালরূপ প্রবেশ করিল না । সে যন্ত্রণ উত্তেজিত হৃদয়ে বলিল, “ভগবানও প্রতিশোধ চাহেন। কোথাও তবে মার্জনা নাই! তবে এই ক্ষুদ্র রমণীর প্রতিশোধপৃহাও দোযের নহে ?” উত্তর হইল—“দোষের যদি হুইবে তবে ভগবান এ প্রবৃত্তি দিলেন কেন ? অন্যায়ের যদি প্রতিফল না থাকিত তবে ভগবান ত ন্তায়বান হইতেন না। স্থায়ই অদ্যায়ের প্রতিশোধ !” শক্তি । আমি তাহাই চাই। প্রতিশোধ—ভগবান— প্রতিশোধ! কিন্তু সে বিশ্বাসঘাতকতার—এ মৰ্ম্ম-যন্ত্রণার প্রতিশোধ কি সংসারে কিছু আছে ? মুসলমান গম্ভীর স্বরে দৈববাণীর মত বলিল, “শোণিত-পাত, শোণিত-পাত ! ভগবান তোমাকে—” শক্তি আর শুনিতে পারিল না। ফকিরের অঙ্কিত প্রতিশোধচিত্রে ক্রুদ্ধ অপমানিত বালিকী-হৃদয়ও শিহরিয়া উঠিল। সে বলিল,"ন, আমি তাহার মৃত্যু চাহিনী,--তাহাতে আমার প্রতিশোধস্পৃহ নিবৃত্তি হইবে না। আমি তাহাকে চাই। যে দিন দেখিব গণেশদেব আমার প্রেমে উন্মত্ত হইয়া মাত পরিবার রাজ্য সম্পদ সমস্তই বিসর্জন দিতে প্রস্তুত,-যে দিন দেখিব আমার একটি অনুগ্রহ বাক্য পাইবার জন্ত নরকে যাইতেও সে কুষ্ঠিত