পাতা:ফুলের মালা.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\Ò yo ফুলের মালা । শক্তি তাছাদের খেলায় বিবাহ বৃত্তান্ত বলিল। যোগিনী একটুখানি করুণ হাসি হাসিয়া বলিলেন, “বৎসে, তোমার অপরাধ নাই । এ সংসার থেলার ঘর, ভগবান স্বয়ং খেলায় মুগ্ধ হইয়াছিলেন—আর তুমি ষ্ট শিশুমতি বালিকা! তুমি যে থেলাকে সত্য ভাবিতেছ তাহাতে স্নার আশ্চর্য হইবার কি আছে! কিন্তু রাজকুমারেরও কি এই জীব ? তিনি কি তাহার খেলার বধূকে এখন পরিণীত বধুরূপে গ্রহণ করিতে প্রস্তুত ?” যোগিনীও তাহাতে সন্দেহ প্রকাশ করিতেছেন ! কেহ কি অন্ত ভাবের কথা বলিবে মা, আশ্বাস কি কোথাও নাই! সকলের মনে কি ঐ একই ভাব, মুখে কি ঐ একই কথা ! সকলেই কি বলিবে,-“তাহাকে পাইপে না !—তাহাকে পাইবে না !” ঐ কথা শুনিতে শুনিতে সে যেন পাগল হইয়া উঠিল ; নৈরাঙ্গের স্নষ্ঠীব্র প্রবল বাত্যায় আহত হইয়া তাহার হৃদয়নিহিত কোমল করুণ ভাবটুকু দারুণ কঠোরতায় যেন জমাটবদ্ধ হইয় গেল। ক্রুদ্ধস্বরে সে বলিয়া উঠিল, “যদি সে তাহা না করে তবে আমি তাহার উচ্ছেদ সাধন করিব।” কিছুক্ষণ পূৰ্ব্বে মুসলমানের মুখে এই কথা শুনিয়া শক্তি শিহরিয়া উঠিয়াছিল,কিন্তু এখন নিজের মুখে অবাধে সে ঐ কথাই বলিল । শক্তি ক্রোধাবেগ সংযত করিবার জন্ত একটু থামিল ; তাহার পর বলিল—“দেখি, আমি তোমাকে সেই কথাই বলিতে আসিয়াছি। আমি উপেক্ষিত,আমি প্রত্যাখ্যাত, ইহার প্রতিশোধ চাই ! আমি তাহাকে চাই ; সে আমার পদানত হউক, আমি এই চাই ; যদি তাহ না হয়—তবে—” যোগিনী। বৎসে, শাস্ত হও । কোমলপ্রকৃতি স্ত্রীলোকের