88 ফুলের মালা । করিয়া অত্যাচারীর মঙ্গল সাধন করা । অত্যাচার পৃথিবীর বস্তু, ডালবাসা স্বর্গের ধন। কে বলে ভালবাসার বল নাই, তাহার অমিত বল। অত্যাচারীর বলও ইহার নিকট পরাভূত ! . পরের দুঃখ তাপ ভার বন্ধন করিতে ইহা কখনও কাতর নহে, দুঃখ ও ইহাকে দুঃখ দিতে অপারক! বিধাতার আমাদের প্রতি কত করুণ, কত স্নেহ, তাই তিনি আমাদিগকে এরূপ অমূল্য ধনের অধিকারী করিয়াছেন! শক্তি। সহ করিয়া যে মুখ পায় সে পাক, আমার নিকট অত্যাচার, অবিচার-অঙ্গহ । যোগিনী। বৎসে, যে দগুনীয় বিধাতা স্বয়ংই তাহাকে দণ্ড দিবেন। পাপপুণ্য, দ্যায়ান্তীয়, কৰ্ম্ম কৰ্ম্মের বিচারক আমরা নহি । স্ত্রী-জাতির ধৰ্ম্ম ভালবাসা-ইহা প্রতিশোধের অতীত । বৎসে, ভালবাসিয়া উপেক্ষিত হইবার যে দারুণ কষ্ট তুমি তাহা জানিয়াছ—কিন্তু প্রতিশোধের অতীত হইতে পারিলে যে সুখ লাভ করিবে তাহার মত মুখ আর সংসারে কিছু নাই—তাহ। লাভে সচেষ্ট হও । শক্তি। সে সুখ আমার অদৃষ্টে বিধাতা লেখেন নাই! তাহা হইলে আমার প্রবৃত্তি সেই রূপই হইত। সংসারে ফুলের কাৰ্য্য, কাটার কার্য্য এক নহে। কিন্তু তাই বলিয়া কি কাটার কোনই আবঙ্গকতা নাই—তাহ হইলে বিধাতাতাহাকে গড়িলেন কেন ? সংসারে সজ্জন দুৰ্জ্জন উভয়েই ঈশ্বরের অভিপ্রায় সিদ্ধ করে। সজ্জন সাধুতা দ্বার, দুৰ্জ্জন শাস্তি দ্বারা পাপের দণ্ড বিধান করে । ঈশ্বরের স্বষ্টি রক্ষার পক্ষে উভয়েরই আবশুক । সংসারে তোমার জন্ম পুণ্যের দ্বারা পাপের ক্ষয় করিতে ; আমার
পাতা:ফুলের মালা.djvu/৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।