ফুলের মালা । 8ᎮᎼ একাদশ পরিচ্ছেদ । --ഷ-.ബങ്ങ যোগিনী শক্তির কথার উত্তর স্বরূপে কছিলেন, “পাপের দ্বারা পাপের ক্ষয়, অন্যায়ের দ্বারা ন্যায়সাধন, কখনও হইতে পারে না— তাছাতে পাপের ভার, অন্যায়ের ভার, বৃদ্ধি পায় মাত্র। পুণ্যঃ পুণ্যেন কৰ্ম্মণী ভবভি পাপঃ পাপেন !" কিন্তু কাহাকে বলিতেছেন ? শক্তি কোথার ? তিনি হতাশ্বাস হইয়া নিস্তব্ধ হইলেন। শক্তি দ্বার মুক্ত রাখিয়া চলিয়া গিয়াছিল, চঞ্চল বাত্যাহত হইয়া দীপ সহসা নিভিয়া গেল ; রক্ষাবলীব্যবহিত উত্তরাকাশ খণ্ড অমনি যোগিনীর নয়নে প্রদীপ্ত হইয়া উঠিল। নভোপখে চিরপ্রদক্ষিণশীল অত্যুজ্জল সপ্তধিমণ্ডল চিরস্থির প্রুবতারকার হীন কান্তি নির্দেশ করিয়া গধিবত শোভt বৈচিত্র্য সম্পাদন করিতেছিল। যোগিনী পূন্ত দৃষ্টিতে সেই দিকে চাহিয়া ভাবিতে লাগিলেন,—“দেবাধিদেব বিশ্বপতি, সত্যই কি আমাদের প্রবৃত্তির উপর, আমাদের কৰ্ম্মাকৰ্ম্মের উপর, আমাদের কোন হাত নাই ? তোমার হাতে অমিয়া ক্রীড়া পুন্তলী মাত্র ! যেমন চালাইতেছ তেমনি চলিতেছি ? আমাদের পাপ পুণ্য মঙ্গলামঙ্গল মুখ দুঃখের একমাত্র অর্থ একমাত্র উদ্দেশু তোমার স্বষ্টি-বৈচিত্র্য রক্ষা ! তাহ ছাড়া ইহার অন্য কোন অর্থ বা অষ্ঠ কোন উদ্দেশ্য নাই ? তবে প্রভো, কৰ্ত্তাই বা কে ? কৰ্ম্মই বা কি ? কৰ্ম্মের ফলভোগই বা কেন? সীমান্ত ফল ভোগ নহে,— ক্ষুদ্র কৰ্ম্মবুদ্ধ,দ একবার বিকম্পিত সঞ্চালিত হইলে কোথায়
পাতা:ফুলের মালা.djvu/৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।