পাতা:ফুলের মালা.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ २ ফুলের মালা । আপনার এখানে যে খবক্ষরত যুবতী আছেন তাহাকে বাদসাহ সাদি করিবেন—তাহাকে লইয়া আসুন।” যোগিনীর স্বাভাবিক শান্ত সংগত ললাটেও বিরক্তির রেখা পড়িল । তিনি বলিলেন, “বাদসহি কি জানেন না যে যুবতী হিন্দুকন্ত ? তাহার সহিত বাদসাহের বিবাহ হইতে পারে না ।” উত্তর হইল, “মুসলমানের হিন্দু বিবাহে বাধা নাই। মুসলমান ধৰ্ম্ম উদার ধৰ্ম্ম, জগতের ধৰ্ম্ম । সে ধৰ্ম্ম যাহার সে লোক সকলকেই আপনার করিতে পারে।” যোগিনী বলিলেন, “কিন্তু যুবতী ধৰ্ম্ম ত্যাগ করিবে কেন ?” সে হাসিয়া বলিল, “নারীজাতির মধ্যে এমন নিৰ্ব্বোধ কেই নাই যে বাদসহিকে সাদী করিতে নিজের ধৰ্ম্ম ত্যাগ না করে । আপনি তাহাকে লইয়া আমুন, তাহার পর সে বন্দোবস্ত আমরা করিব।” যোগিনী দৃঢ় স্বরে বলিলেন, “না, তাহা হইবে না। তাহার পিতা আমার কাছে তাহাকে রাথিয়া গিয়াছেন, যে পর্য্যন্ত তিনি ফিরিয়া না আসেন সে পর্য্যন্ত আমি তাহাকে তোমাদের নিকট দিতে পারি না ।" ওময়াহ কহিল,"আপনি রাজাঙ্ক লঙ্ঘন করিতেছেন --ইচ্ছা সুখে যদি তাহাকে না দেন তবে অামি গুহে প্রবেশ করিব ।” যোগিনী বলিলেন, “প্রজা রক্ষার ভার রাজার হস্তে দ্যস্ত-প্রজার প্রতি অত্যাচারের ক্ষমত র্তাহার নাই ! আমি তাহাকে দিব না, ভূমি বাদসহিকে গিয়া”— অশ্বারোহী বলিল, “যদি ভাল চাহেন তাহাকে দিন ; না দিলে রাজবিদ্রোহী বলিয়া আপনাকে ধরিতে হুকুম দিব---