గ్రీ : ফুলের মালা । রঙ্গিণী সুন্দরী গাহিতে গাহিতে অবিলম্বে আম্রকুঞ্জে আসিয়া দেখা দিলেন। কুসুম বলিল, “মর ভুমি, বুড়ে স্বামীর সোহাগের গান আর আমাদের শোনাতে হবে না !” রঙ্গিণী নিকটে আসিয়া বলিল, “আচ্ছা তুই, ভাই, আমার যুবস্বামী’ ! বলিয়া চিবুক ধরিয়া আবার গান আরম্ভ করিল । তুমি ধনী চাদবন্ধনী, জীবন-মরণ কাটি । ক্ষেণেক তোমাঞ্চ আদর্শনে, মরি লো দম ফাটি ; তুমি আমার তালুক মুলুক, তুমি টাকার তোড় । তুমি চেলি বারাণসী, তুমি শালের জোড় ॥ ওলে আমার সাধের ধোকা, কহি চুপে চুপে। সদাই ভয় জাগে মনে, (তোমায়) কে নেয় কখন লুপে । তুমি আমার পায়েসায়, মিষ্টি মেঠাই ছান। শীতের ভূমি দোলাইখানি, গরমির চিনি পাম । বর্ষাকালের ভরসা তুমি তাগপত্রের ছাতি । তোমায় পেলে হৃদয় ফর্সা,(ওলো) সকল ভাতির ভাতি । তুমি বেদ আগম পুরাণ, তুমি তর্ক যুক্তি। তুমি আমার ভজন পুজন, সাত পুরুষের মুক্তি । তুমি আমার যাগযজি, সব পুণ্যর ফল। সকল কৰ্ম্মের সিদ্ধি, ওলো, দাও চরণে স্থল ॥ স্বৰ্গমুধা সঞ্চারিত তোমার প্রেমে, প্রিয়ে । পাপ তাপের দমন তুমি মুড়ো খ্যাংরা নিয়ে। হেসে হেসে কাছে এসে (ওলো) সকুল দুঃখ ঘুচে । অধীন তোমার দাসামুদাস শ্ৰীচরণের ছুচে ।
পাতা:ফুলের মালা.djvu/৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।