ফুলের মালা । స్త్రి! টfড়াইয়া আছে। আতিথ্যের ক্রট হইলে অতিথিবৎসলের যেরূপ মনোভাব হয়, রাজকুমার সেই ভাবে অতুতপ্ত হইয়া তাহার হাত ধরিয়া ধীরে ধীরে নিকটে মৰ্ম্মর চৌপায়ার উপর তাঁহাকে বসাক্টলেন, নিরূপমা বসিয়া ঠfহার স্বন্ধের উপর মুখ রাথিয়া কাদিমে লাগিল । রাজকুমার নিজের বাথ গোপন করিয়া তাহাকে শাস্ত করিবার ইচ্ছায় তাহার গলদেশে বাহু বেষ্টন করিয়া সস্নেষ্টে বলিলেন,“কি হইয়াছে, নিরূপমা ?” নিরূপম কোন উত্তর করিম না । রাজকুমার অনেকক্ষণ ধরিয়া জিজ্ঞাসা করিতে করিতে সে তাহার অগ্রপূর্ণ দৃষ্ট ক্টাছার দৃষ্টতে স্থাপিত করিয়া বলিল, “রাজকুমার, বল তুমি মনোকে ভালবাস ?” তিনি ভঙ্গিfর অলকগুচ্ছ নাড়ষ্টয়া বলিলেন,"একশ বার কি ु कश दठाष्ट्रेड श्शु गाकि ?” নিরূপমা আধ বধি স্বরে বলিল, “তুমি যদি—তুমি যদি—” রাজকুমার তাহার কম্পিত অধরে চুম্বন করিলেন। সে ঠাহীর গলা ধরিয়া বলিল, “আমার মনে হয় শক্তি যদি আসে ত তুমি আমাকে স্কুলে যাবে।” রাজকুমীর সে কথার কোন উত্ত্বর ম: করিয়া সেই সরলা সী শ্রনয়নার দিকে চাহিয়া রছিলেন । সে বলিল, “বল ভুলবে না ? বল তুমি আমার!” রাজকুমার বলিলেন, “তোমার নয় ত কfর ?” সে বধিলে, “জানিনে কার! কিন্তু আমার বড় কষ্ট হচ্ছে!” বলিয়৷ গুহার কোলে মাথা লুকাইয়া সে কাদিতে লাগিল । রাজকুমার সেই রোরুদ্যমান প্রেমময়ী পত্নীর মস্তক ক্রোড়ে করিয়া দারুণ যন্ত্রণাপূর্ণ হৃদয়ে নীরব হইয়া রছিলেন। একদিকে শক্তিকে বিবাহ করিয়া আনিলে নিরূপমার মত কোমল-লতিকার হৃদয় দলিঙ্গ
পাতা:ফুলের মালা.djvu/৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।