এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ফুলের মালা । ఆసి বগিয়াছে । তাহার এখন উপকার স্মরণ করিবার সময় নহে ।” গণেশদেব বলিলেন—“আপনিও জানিয়া রাখুন—সন্ন্যাসিনীর মুক্তি অজ্ঞা না পাইলে আমি ও বাদসাহের সামস্ত নহি ।” আজিম খাঁ চলিয়া গেল। মহারাজ বাটী অভিমুখে অগ্রসর হইতেছেন, সন্ন্যাসিনী আসিয়া বলিলেন-~“এখানে আর নহে, বিলম্ব হইলেই শত্রুপক্ষ আমাদিগকে বলী করিবে। আমি তোমার সৈন্যসামস্তকে প্রস্তুত হইতে বলিয়াছি—তুমি তাছাদিগকে এবং পরিবারস্থ সকলকে সঙ্গে লইয়া অবিলম্বে আমায় অমৃবৰ্ত্তী হও । যুদ্ধ করিতেই হইবে, কিন্তু সে জন্য নিরাপদ স্থানে শিবির ংস্থাপন আবশুক ।” অতি অল্প সময়ের মধ্যে গণেশদেব সপরিবারে সৈন্ত-সামন্ত লইয়া পাণ্ডুয়ানিবাস ত্যাগ করলেন । অস্ত্রোৎসব উপলক্ষে এই পানে তিনি সপরিবারে অ{fiয়ছিলেন। আজিম খা বাদসীন্থের আজ্ঞায় ঠাস্থাকে বন্দী করিতে আসিয়৷ দেখিলেন বাট জনশূন্ত ।