পাতা:ফুলের মালা.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* * ফুলের মালা । ষোড়শ পরিচ্ছেদ । সমরানয় প্রঞ্জলিন্ত হইল। একে বাদসহ পুত্রের বিশ্বাসঘাতকতায় ব্যর্থ মনোরথ হইয়া ক্রোধান্ধহইয়া আছেন, ইহার উপর সন্ন্যাসিনীর মুক্তিসংবাদ শুনিয়া একেবারে আগুণ হুইয়। বলিয়া উঠিলেন, "অপমানের উপর অপমান । `ां इहें८ङ मग्नानिनीएक भूद्धि দিয়া আবfর আমার নিকট ণ্ঠ রে মুক্তির প্রস্তাব ! এ প্রস্তাব BBB BB BBBS BBBB BBD ggBBg BBBS তাছাকে বন্দী করা উচিত ছিল । সেনাপতি, তুমি অপরাধী " সেনাপতি সসঙ্কোচে বলিল --"ঞ্জাই।পনা, ভূতোর কসুর হইয়াছে সন্দেহ নাই। কিন্তু এখন সময় বড় খারাপ --নবাবসাহের সহিত যুদ্ধ করিতে হইতেছে। গণেশদেবকে বন্দী করিতে হইলে তাহার সহিতও যুদ্ধ করিতে হয়, সহজে কিছু তাহাকে বন্দী করা বাইবে না । এইরূপে বলক্ষয় করিলে আমাদেরই ক্ষতিয় সম্ভাবনা। তাহা অপেক্ষা গণেশদেব যদি আমাদের সহায় হন—তবে সহজেই আমরা শত্রু দমন করিতে পারিব।” চোরা না শোনে ধৰ্ম্মের কাহিনী ! বাদশাহ রাগিয়া বলিলেন, ---“আজিম খাঁ ! গণেশদেব নছিলে তোমরা শক্র দমন করিতে পারিবে না, সেই জন্ত গণেশের বিদ্রোহিতাকে প্রশ্রয় দিতে হুইবে—তুমি কি এই কথা বলিতে চাও ?” আজিম খাঁ বলিল-“জাস্থাপনা, তাহ বলিতেছি না। আপনার ছকুমের জন্ত মাত্র অপেক্ষা করিতেছি।”