পাতা:ফুলের মালা.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । ዓው আসিবে।” উভয়েই প্রতিমার পশ্চাতে লুক্কায়িত হইলেন । যথাসময়ে পরিবর্তিত কণ্ঠে কুতব শক্তির কথার উত্তর প্রদান করিল, তাহার পর কি হইল পাঠক তাহা জানেন। অষ্টাদশ পরিচ্ছেদ । ঐশ্বর্গোর মালোক রাজ্যে নী ত হইয়া শক্তির চক্ষু সহসা ঝলসিয়া উঠিল। কিন্তু সে কেবল মুহূর্ক্সের জন্য ; তাহার পর পলক পাতেই যেন সেন্ট আলোক তেজে তাহার নয়ন অভ্যস্ত হইয়। আসিল । মহারাণী হইতেই সে জন্মিয়াছে, মহারাণীই সে হইল,— ইহাতে আর বিস্ময়ের কি আছে ! মুকুরশোভিত গৃহ, চারিদিকে দর্পণের দেয়াল। দর্পণের কাছে কাছে লতা-পাঠ ফুল বেণ্ঠত স্বকোমল শয্যাসন । গৃহের যত্র তত্ৰ ফুলে ফুলে সজ্জিত শ্বেতমশ্মরময় উৎস, উৎস হইতে গোলাপ জলের ফোয়ার ছুটিতেছে, তাছার সুগন্ধ পুষ্পোখিত মুবাসে মিলিয়া গৃহ সুগন্ধাকুল করিয়া তুলিয়াছে। বহুমূলা বস্ত্ৰালঙ্কারভূষিত সুন্দরী সধিগণ পরিবুত হষ্টয়া শক্তি যেমন এষ্ট গুহে আসিয়া দাড়াইল, অমনি শতসহস্ৰ সুসজ্জিতা সুন্দরী, শত শত উংসারিত ফুল্ল কানন পূর্ণ করিয়া তাঙ্গকে যেন ঘেরিয়া দtড়াইল ! শক্তি চমকিয়া উঠিল । তাছার অভ্যর্থনার ছদ্য নন্দন কানন মর্ত্যে নামিয়া আসিয়াছে না কি ?