পাতা:ফুলের মালা.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br求 ফুলের মালা । দিনাজপুরের রাজার সহিন্ত সন্ধিস্থাপন করিয়া তৎসহীয়ে গfয়ঘদিনকে দমনের পরামর্শ দিতেছেন । বাদসহি এতদিন সে কথায় কর্ণপাত করেন নাই, কিন্তু মার তাহা অগ্রাহা করিয়া চলিপ না । গাঙ্গসুদিন অত্যন্ত প্রবল হুইয়। বহুল সৈন্যসহ রাজধানী অভিমুণে দ্রুতগতিতে অগ্রসর হুইতেছেন । বাদসাহের সপ্তপুর তাহার গতিরোধে অসমর্থ হইয়া নুতন সৈন্য প্রার্থনা করিয়াছেন সভাসদ সকলে মিলিয়া একবাকো বাদসহিকে বলিতেছে গণেশদেবের সহিত সন্ধি স্থাপন করাহুউক—তাহা হইলে তাহার এবং বাদসাহের একত্রিত সৈঙ্গ মহাবলে গায়মুঞ্জিনকে আক্রমণ করিতে পারিবে । নহিলে এ বিপদ হইতে সহজে উৰ্ত্তীর্ণ হইবার আর উপায়া স্তুর নাই । বাদসহ ও এ কথা সত্য বলিয়া বুঝিলেন । অবস্থার কি অস্থায় অত্যাচার। প্রবলপ্রতাপ বাদসহ তিনি— তাহার পদতলে ক্ষুদ্র দিনাজপুর কোথায় দলিত হুইবে, না তিনিই তাছার নিকট আজ অসুগ্ৰহ ভিখারী ! এই অত্যাচারী অবস্থাটাকে একবার হতে পাইলে তাহার গলা টিপিয়া মারলে ৪ বাদসাহের ক্রোধ শান্তি হইত না, কিন্তু তাহ মা পাওয়াতে তাহীর রাগ উত্তরোস্তুর আরও বৃদ্ধি পাইতে লাগিল । তিনি ক্রুদ্ধস্বরে বলিলেন, “সামান্ত দিনাজপুর এত দিলেও শাসিত হুইল মা ! সেনাপতি, তুমি কোন কম্মের নহ্ ! আমার আজ্ঞা যে তুমি ভাল করিয়া পালন কর নাই ইহাই স্তাহার প্রমাণ। যে দিকে চাহিতেছি সেই দিকেই কেবল গাফেলি।” সভাসদগণ সকলে নীরব হইয়া রহিল । সেনাপতি কহিল, “ঞ্জtহাপন, দিনাজপুরকে যখন আমরা ঘেরাও করি, তখন আর দুই দিন মাত্র টিকিয়া থাকিলেই সে আমাদের হস্তগত হইত।