ফুলের ম; লা । R 업 সৰ্দ্দার। তাই বল, মুসলমানের দর্পচূৰ্ণ হোক। কিন্তু বাদসার সঙ্গে ঝগড় বড় সহজ কথা নয় । পরা । কেন আমাদের রাজা বাদসার চেয়ে কম কিসে ? মুনসি । বিশেষ ভগবতী সন্ন্যাধিৰ্মী যখন আমাদের সহায় । সর্দার। তা সত্যি ! তবে এতদিন হোল, ঘরসংসার সব ডুবৃলো, স্ত্রীপুত্রের বে কি দশ হয়েছে, কিছুই বলা যায় না, তাই প্রাণ আর পাছে না । আচ্ছা ভাই মহারাণীর সন্ন্যাসিনীর উপর ভক্তি শ্রদ্ধা দেখিমে কেন ? তিনি মায়ের নামে জলে ওঠেন।--ত্বলেন, “ওই ত যুদ্ধ ব্যপালে,-ভণ্ড তপস্বিনী · রাজাকে ও না ছাড় লে রাজার মঙ্গল নেই ।” মুনসি । মহরিণীর বিশ্বাস বাদসার সঙ্গে ঝগড়া করলে একদিন রাজ্ঞানাশ প্রাণনাশ হবেই। সুন্ধ ছেড়ে তিনি তাই মাপ চাইতে বলেন । সৰ্দ্দার । কথাটা কিন্তু ঠিক বটে! এপন সন্ধিটা হয়ে গেলে হয় । পর । মোলো স্ব ! কথাটা ঠিক হোল ? মহারাজ যদি একবার বাদসার কাছে নীচু হন, তাহলেই বাদসার লেজ ফুলে এমন কলাগাছ হবে, সে তপন হাজার তেল মল্লে ও নিস্তায় পাওয়া যাবে না ! বাবা ! দেশকে দেশ তখন কলন পড়াবে তবে ছাড়বে। আর এই ধাক্কায় যদি আমাদের রাজা বাদস হ'তে পারেন-- তাহলে আবার রামরাজা,--দেশে কোন অত্যfচার থাক্বে না ; কি মুখের দিন হবে বল দেপি ? সর্চার। তা বটে, হু ঠাকুরকে একবfর জিজ্ঞাসা করা যাক, স্বপ্নটার অর্থ কি ! ঠাকুর, ঠাকুর—বলি স্বপ্নটা ত গুনলে ? বলদেখি জামাদের রঞ্জা বাদস হবেন কি না ? ఫి
পাতা:ফুলের মালা.djvu/৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।