ফুলের মালা । 苓 < * বিরহে বাপি যামী ঘুমায়ে ছিমু আমি, স্বপনেতে মিলন উল্লাস ! সহসা বজ্রপাত, কড়াক্কর নfদ, কঁপি উঠে হৃদয় তরাস ! নয়ন মেলি চাই, কোথাও কেহ নাই, উথলিত আকুল নিশ্বাস ! আমার বঁধুয়া পরবাস : দ্বাবিংশ পরিচ্ছেদ । গানটি শেষ হইলে সারঙ্গটা কোলে নামাইয়া আর একটি গান ধরিবার অভিপ্রায়ে ঠাকুর আবার গুণ গুণ আরম্ভ করিয়াছেন । সহসা নজরে পড়িল, তাহার ঠিক বামদিকে একটি সেফালি বুক্ষের পাশ হইতে দুইটি উজ্জল আঁখিতার। তাছার দিকে দৃষ্টিপাত কবিতেছে । ব্রাহ্মণ সেইদিকে চাহিতেই এক রমণমূৰ্ত্তি নিকটে অগ্রসর হইয়া বলিল,—“ঠাকুর, প্রণাম হই, চমৎকার গান ! ঠাকুব স্তব্ধ হইয়া গেলেন, এ কোন বনদেবী আসিয়া ঠাহার কৰ্ণে প্রশংসাবাক্য ঢালিতেছেন ! ঠিাহীকে মেীন দেখিয়া ব্রমণ বলিল,—“ঠাকুর, থামিলেন কেন ? অার একটি গান করুন " তিনি আনন্দাপ্লুত হইয়া আস্তে আস্তে দুই একবার গলা পরিষ্কার করিয়া বলিলেন, “গাহিতেছি-কিন্তু কি গাহিব ?”
পাতা:ফুলের মালা.djvu/৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।