পাতা:বক্সা ক্যাম্প.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

 হিড়িম্বা প্রশ্নের উত্তরের ধার দিয়াও গেলেন না, প্রশ্ন করিয়া বসিলেন, “ডাক্তারেরা রোগ সারাতে পারে, আপনাদের ধারণা?”

 সৌরভ ঘোষ জবাব দিলেন, “আমাদের তো তাই ধারণা।”

 হিড়িম্বা প্রতিবাদ করিয়া উঠিলেন, “এ আপনাদের মস্ত ভুল ধারণা। রোগ সারতে হলে আপনিই সারে, কোন ডাক্তারের সাধ্য নেই যে রোগ সারায়, আমার কাছে শুনে রাখুন।”

 উপেনবাবু বলিলেন, “ওসব কথা থাক। আমাকে একটা ওষুধ দিন। অসহ্য ব্যথা।”

 হিড়িম্বা বলিলেন, “আর একটু সহ্য করুন, বিকেলে আপনাদের ডাক্তার ফিরবেন। আমাকে আর ভোগাবেন না।”

 সৌরভবাবু বলিলেন, “ডাক্তার আসবেন কিনা, তার কোন নিশ্চয়তা নেই। আর এদিকে সহ্য করতে গিয়ে লোকটা মারা যাক, কি বলেন?”

 হিড়িম্বা কাচু মাচু হইয়া কহিল, “আমাকে দেখলেই আপনাদের রোগ চাড়া দিয়ে উঠে। কেন আর আমাকে ভোগান। জানেনই তো ওষুধে কিছু হয় না। দয়া করে বিকেল পর্যন্ত সহ্য করুন।”

 সৌরভ ঘোষ বলিলেন, “আপনি কি গরুর ডাক্তার?”

 হিড়িম্বা সঙ্গে সঙ্গে স্বীকার করিয়া লইলেন, “তা বলতে পারেন।” কথাটা যেন দুধারী তলোয়ার, শ্রোতাদের এমনই সন্দেহ হইল।

 হিড়িম্বা উপেন দাসকে বলিলেন, “খুব যদি ব্যথা হয়ে থাকে, তবে আমি হর্ষবাবুকে পাঠিয়ে দিচ্ছি। তাঁর ধারণা, তিনি ডাক্তারীটা জানেন, অন্যেরাও তাই মনে করে। পাঠিয়ে দিচ্ছি, একটা ওষুধ চেয়ে নিন।”

 উপেন দাস কহিলেন, “সত্যই আপনি মনে করেন, সারবার হলে রোগ আপনিই সারে, ডাক্তারে কিছু করতে পারে না?”

 “সত্যি তাই মনে করি। এইভাবেই তো এতটা বছর চিকিৎসা করে এসেছি, আপনাদের কাছে মিথ্যে বলে কি লাভ হবে?”

২০৫