পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবী চৌধুরাণী షిసి ঘরবাড়া লুঠ করে, লুকান ধনের তল্লাসে ঘর সাজাইতে হইবে, সন্ন্যাসিনীবেশে এ কাজ সিদ্ধ হইবে ভাঙ্গিয়া, মেঝে খুড়িয়া দেখে, পাইলে এক গুণের জায়গায় সহস্র গুণ লইয়া যায়, না পাইলে মারে, বাধে, কয়েদ করে, পোড়ায়, কুডুল মারে, ঘর জালাইয়া দেয়, প্রাণবধ করে। সিংহাসন হইতে শালগ্রাম ফেলিয়া দেয়, শিশুর পা ধরিয়া আছাড় মারে, যুবকের বুকে বঁাশ দিয়া দলে, বৃদ্ধের চোখের ভিতর পিপড়ে, নাভিতে পতঙ্গ পূরিয়া বাধিয়া রাখে। যুবতীকে কাছারীতে লইয়া গিয়া সৰ্ব্বসমক্ষে উলঙ্গ করে, মারে, স্তন কাটিয়া ফেলে, স্ত্রীজাতির যে শেষ অপমান, চরম বিপদ, সৰ্ব্বসমক্ষে তাহা প্রাপ্ত করায় । এই ভয়ঙ্কর ব্যাপার প্রাচীন কবির ন্যায় অত্যুন্নত শব্দচ্ছটাবিন্যাসে বিবৃত করিয়া ভবানী ঠাকুর বলিলেন, “এই চুরাত্মাদিগকে আমিই দণ্ড দিই । অনাথ দুৰ্ব্বলকে রক্ষা করি । কি প্রকারে করি, তাহা তুমি দুই দিন সঙ্গে থাকিয় দেখিবে ?” প্রফুল্লের হৃদয় প্রজাবর্গের দুঃখের কাহিনী শুনিয়৷ গলিয়া গিয়াছিল। সে ভবানী ঠাকুরকে সহস্ৰ সহস্র ধন্যবাদ করিল । বলিল, “আমি সঙ্গে যাইব । ধনব্যয়ে যদি আমার এখন অধিকার হইয়াছে, তবে আমি কিছু ধন সঙ্গে লইয়া যাইব । দুঃখাদিগকে দিয়া আসিব ।” ভ। এই কাজে দোকানদারি চাই, বলিতেছিলাম। যদি আমার সঙ্গে যাও, কিছু কিছু ঠাট না ! প্র । কৰ্ম্ম ক্রীকৃষ্ণে অৰ্পণ করিয়াছি, কৰ্ম্ম তাহার, আমার নহে । কৰ্ম্মোদ্ধারের জন্য যে সুখ-দুঃখ, তাহা আমার নহে, তারই ; তার কৰ্ম্মের জন্ত যাহা করিতে হয়, করিব । ভবানী ঠাকুরের মনস্কামনা সিদ্ধ হইল। তিনি যখন ডাকাইভিতে সদলে বাহির হইলেন, প্রফুল্ল ধনের ঘড়া লইয়া তাহার সঙ্গে চলিল নিশিও সঙ্গে গেল | ভবানী ঠাকুরের অভিসন্ধি যাহাই হউক, তাহার একখানি শাণিত অস্ত্রের প্রায়োজন ছিল । তাই প্রফুল্লকে পাচ বৎসর ধরিয়া শাণ দিয়া, তীক্ষুধার অস্ত্র করিয়া লইয়াছিলেন । পুরুষ হইলেই ভাল হইত, কিন্তু প্রফুল্লের মত নানাগুণযুক্ত পুরুষ পাওয়া যায় নাই –বিশেষ এত ধন কোন পুরুষের নাই । ধনের ধার বড় ধার । তবে ভবানী ঠাকুরের একটা বড় ভুল হইয়াছিল-প্রফুল্ল একাদশীর দিন জোর করিয়া মাছ খাষ্টত, এ কথাটা আর একটু তলাইয়। বুঝিলে ভাল হইত, যাহা হউক, এখন আমরা প্রফুল্লকে জীবনতরঙ্গে ভাসাইয়া দিয়া আরও পাঁচ বৎসর ঘুমাই। প্রফুল্লের অন্য শিক্ষা হইয়াছে । কৰ্ম্মশিক্ষা হয় নাই । এই পাঁচ বৎসর ধরিয়া কৰ্ম্ম-শিক্ষা হৌক । AASAASAASAASAASAASAA