পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (দ্বিতীয় ভাগ).djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাধীরাণী পাইতেছেন ; উহার ভিতর দেখাইব । চক্ষুষ দেখিতে পাইবেন না । দে। চাক্ষুষ সাক্ষাতেই বা কি আপত্তি ? আমি যে আট বৎসর কাতর ! ভিতরে ভিতরে দুই জনে দুই জনকে বুঝিতেছেন কি না, জানি না, কিন্তু কথাবাৰ্ত্ত এইরূপ হইতে লাগিল । রাধারাণী বলিতে লাগিল “সে কথাটায় তত বিশ্বাস হয় না। আপনি আট বৎসর পূৰ্ব্বে তাহাকে দেখিয়াছেন, তখন তাহার বয়স কত ?” দে । এগার হইবে । রা। এগার বৎসরের • বালিকার উপর এত অনুরাগ ? দে । হয় না কি ? রা। কখনও শুনি নাই । দে। তবে মনে করুন কৌতঙ্গল । র। । সে আবার কি ? দে। শুধুই দেখিবার ইচ্ছ। । রা । তা দেখাইব, ঐ বড় আয়নার ভিতর । আপনি বাহিরে থাকিবেন । দে । কেন, সম্মুখ সাক্ষাতে আপত্তি কি ? রা। কুলের কুলবর্তী । দে । আপনিও ত তাই । রা। আমার কিছু বিষয় আছে । নিজে তাহার তত্ত্বাবধান করি । সুতরাং সকলের সম্মুখেই আমাকে বাহির হইতে হয় । আমি কাহারও অধীন নই। সে তাহার স্বামীর অধীন, স্বামীর অল্পমতি ব্যতীত— দে স্বামী ? রা। হুঁ, আশ্চর্য্য হলেন যে ? দে । বিবাহিত ? রা। হিন্দুর মেয়ে—উনিশ বৎসর বয়স, বিবাহিত্য নহে ? দেবেন্দ্রনারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়৷ রহিলেন । রাধারাণী বলিলেন, “কেন, আপনি কি তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছিলেন ?" দে । মানুষ কি না ইচ্ছা করে ? রা। এরূপ ইচ্ছা রাণীজি জানিতে পারিয়াছেন কি ? দে । রাণীজি কেহ ইহার ভিতর নাই । রাধ। রাণীর সাক্ষাতের অনেক পূৰ্ব্বেই আমার পত্নী-বিয়োগ হইয়াছে । রাধারণী আবার যুক্তকরে ভাবিল, “জয় জগদীশ্বর । আর ক্ষণকাল যেন আমার এমনই সাল থাকে।” প্রকাশুে বলিল, “তা শুনিলেন ত, می دهد রাধারাণী পরস্ত্রী । এখনও কি তাহার দর্শন অভিঁলাষ করেন ?" . দে । করি বৈ কি । রী । সে কথাট| কি আপনার যোগ্য ? দে। রাধারাণী আমার সন্ধান করিয়াছিল কেন, তাহা এখনও আমার জানা হয় নাই । রা। আপনি রাধারাণীকে যাহা দিয়াছিলেন, তাহ। পরিশোধ করিবে বলিয়া । আপনি শোধ লক্টবেন কি ? দেবেন্দ্র হাসিয়া বলিলেন, পাক্টলে লইতে পারি।" র । কি কি দিয়াছেল ? দে ! একখান নোট । র । এই নিন । - বলিয়। রাধারাণী আঁচল হইতে সেই নোটখনি খুলিয়া দেবেন্দ্রনারায়ণের হাতে দিলেন । দেবেন্দ্রণ নারায়ণ দেখিলেন, র্তাহার হাতে লেখা রাধারাণীর নাম সে নোটে আছে । দেখিয়া বলিলেন, “এ নোট কি রাধারাণীর স্বামী কখনও দেখিয়াছেন ?” র। রাধারাণী কুমারী। স্বামীর কথাটা আপনাকে মিথ্যা বলিয়াছিলাম । দে । তা সব ত শোধ হইল না । র । আর কি বাকি ? দে । দুইটি টাকা, আর কাপড় । র। সব ঋণ যদি এখন পরিশোধ হয়, তবে আপনি আহার না করিয়া চলিয়া যাইবেন । পাওনা বুঝিয়। পাইলে কোন মহাজন বসে ? ঋণের সে অংশ ভোজনের পর রাধারাণী পরিশোধ করিবে । দে । আমার যে এখনও অনেক পাওনা বাকি । র। । আবার কি ? দে । রাধারাণীকে মন-প্রাণ দিয়াছি—তা ত পাই নাই । - র। অনেক দিন পাইয়াছেন । রাধারাণীর মনপ্রাণ আপনি অনেক দিন লইয়াছে তা প্লে দেনাটা শোধ-বোধ গিয়াছে । ལ མ་ཟ་་་ দে । মুদ কিছু পাই না ? রা। পাইবেন বৈ কি । দে । কি পাইব ? রা। শুভলগ্নে স্থতহিবুকযোগে এই অধম নারীদেহ আপনাকে দিয়া, রাধারাণী ঋণ হইতে মুক্ত হইবে । এই বলিয়া রাধারাণী ঘর হইতে বাহির হইয়। গেল । “য দিয়াছি, তাছ