পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (দ্বিতীয় ভাগ).djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সীতারাম arরা সকলেও আপনাদিগকে অপরাধী জানিয়৷ বে কোন দিন না কোন দিন ফৌজদার কর্তৃক দণ্ডিত হইবার আশঙ্কায় বাস ত্যাগ করিয়া হ্যামপুরে সীতাস্বাসের আশ্রয়ে ঘর দ্বার বঁাপিতে লাগিল । সীতাaামের প্রজা, অনুচরবর্গ এবং খাতক যে যেখানে লি, তাহারাও সীতারাম কর্তৃক আহূত হইয়া আসিয়া শামপুরে বাস করিল। এইরূপে ক্ষুদ্র গ্রাম শুমপুৰ সহস\বহুজনাকীর্ণ হইয়। বৃহৎ নগরে পরিণত হইল । তখন সীতারাম নগর-নিৰ্ম্মাণে মনোযোগ দিলেন । যেখানে বহুজনসমাগম, সেইখানেই ব্যবসায়ীরা আসিয়া উপস্থিত হয় ; এই জন্য ভূষণা এবং অন্যান্য নগর হইতে দোকানদার, শিল্পী, আড়তদার, মহাজন এবং অন্যান্য ব্যবসায়ীরা ত্যাসিয়া শু্যামপুরে অধিষ্ঠান করিল। সীতারামও তাহাদিগকে যত্ন করিয়া বসাইতে লাগিলেন । এইরূপে সেষ্ট নূতন নগর হাট, বাজার, গঞ্জ, গোল, বন্দরে পরিপূর্ণ হইল সীতারামের পূৰ্ব্বপুরুষের সংগৃহীত অর্থ ছিল, ইহা পূৰ্ব্বে কথিত হইয়াছে । তাহ ব্যয় করিয়া তিনি নুতন নগর সুশোভিত করিতে লাগিলেন । বিশেষ এখন প্রজাবাহুল্য ঘটাতে তাহার বিশেস আয় বৃদ্ধি হইয়াছিল । আবার এক্ষণে জনরব উঠিল যে, সীতারাম হিন্দু রাজধানী স্থাপন করিতেছেন : ইহা শুনিয়া দেশে বিদেশে ষে যেখানে মুসলমান-পীড়িত, রাজভয়ে ভীত বা ধৰ্ম্মরক্ষার্থ হিন্দুরাজ্যে বাসের ইচ্ছুক, তাহারা সকলে দলে দলে আসিয়া সীতারামের অধিকারে বাস করিতে লাগিল । অতএব সীতারামের ধনাগম সম্যক প্রকারে বৃদ্ধি পাইতে লাগিল । তিনি রাজপ্রাসাদ তুল্য আপন বাসভবন, উচ্চ দেবমন্দির, স্তানে স্থানে সোপানবলীশোভিত সরোবর এবং রাজবন্ধু সকল নিৰ্ম্মাণ করিয়া নূতন নগরী অত্যন্ত সুশোভিত ও সমৃদ্ধিশালিনী করিলেন । প্রজাগণও হিন্দুরাজ্যের সংস্থাপন জঙ্গ ইচ্ছাপূৰ্ব্বক তাহাকে ধনদান করিতে লাগিল । যাহার ধন নাই, সে শারীরিক পরিশ্রমের দ্বারা নগরনিৰ্ম্মাণ ও রাজ্যরক্ষার সহায়তা করিতে লাগিল । সীতারামের কৰ্ম্মঠত এবং প্রজাবর্গের হিন্দু রাজ্যস্থাপনের উৎসাহে অতি অল্পদিনেই এই সকল ব্যাপার সুসম্পন্ন হইয়া উঠিল । কিন্তু তিনি রাজা নাম গ্রহণ করিলেন না । কেন না, দিল্লীর বাদশাহ তাহাকে রাজা না করিলে তিনি যদি রাজোপাধি গ্রহণ করেন, তবে মুসলমানেরা তাহাকে বিদ্রোহী বিবেচনা করিয়া তাহার উচ্ছেদের চেষ্টা করিবে, ইহা তিনি জানিতেন । এ পর্য্যন্ত তিনি কোন বিদ্রোহিতার কাৰ্য্য করেন নাই । গঙ্গারামের উদ্ধারের জন্য যে

  • 蟾M

হাঙ্গাম। ছয়ছিল, তাহতে তিনি প্রকাষ্ঠে অস্ত্রী? BS BBBBB BBBB BB BBBBBB BBBS কোন কারণ উপস্থিত হয় নাই । কাজেই_র্তাহাঙ্ক বিদ্রোহী বিবেচনা করার কোন কারণ ছিল লtঃ যখন তিনি রাজা নাম এখনও গ্রহণ করেন নষ্ট দর দিল্লীশ্বরীর সুড় স্বীকার কারদু জমীদারীর খাজনা BBBB BBBBBBBB yuD DD DBBBBS BBB BBBBBB BBBBBB BB BBBB BBBS লাগিলেন, আর নূতন নগরীর নাম “মহম্মদপুর” রাখিয়া হিন্দু ও মুসলমান প্রজার প্রতি তুল্য ব্যবহার করিতে লাগিলেন, তখন মুসলমানের অপ্রতিভাজন হুইবার কোন কারণষ্ট রহিল না ! তথাপি তাহার প্রজাবৃদ্ধি, ক্ষমতাবৃদ্ধি, প্রতাপ, খ্যাতি এবং সমুদ্ধি শুনিয়া ফৌজদার তোরাব খ উদ্বিগ্নচিত্ত হইলেন । মনে মনে স্থির করিলেন, একটা ? কোন ছল পাইলেই, মহম্মদপুর লুটপাট করিয়া সীতারামকে বিনষ্ট করিবেন । ছল ছুতারই বা অভাব কি ? তোরাব বঁ। সীতারামকে আজ্ঞা করিয়া পাঠাইলেন মে, তোমার জমাদারীতে অনেকগুলি বিদ্রোহী ও পলাতক বদমাস বাস করিতেছে, ধরিয়া পাঠাইয়া দিব| সীতারাম উত্তর করিলেন যে,অপরাধীদিগের নাম পাঠাইয়া দিলে তিনি তাহাদিগকে ধরিয়া পাঠাষ্টয়া দিবেন। ফৌজদার পলাতক প্রজাদিগের নামের একটি তালিকা পাঠাষ্টয় দিলেন । শুনিয়া পলাতক প্রজার। সকলেই নাম বদলাইয়া বসিল । সীতারাম কাহারও নামের সহিত তালিকার মিল না দেখিয়া লিথিয়। পাঠাইলেন যে, ফর্দের লিখিত নাম কোন প্রজা স্বীকার করে না । এইরূপ বাগ-বিতণ্ড চলিতে লাগিল। উভয়ে । উভয়ের মনের ভাব বুঝিলেন । তোরাব খ সীতারামের ধ্বংসের জন্য সৈন্যসংগ্ৰহ করিতে লাগিলেন, সীতারামও আত্মরক্ষার্থ মহম্মদপুরের চারিপার্শ্বে দুর্লঙ্ঘ্য গড় প্রস্তুত করিতে লাগিলেন । প্রজাদিগকে অস্ত্রবিদ্যা ও সৃদ্ধরীতি শিখাইতে লাগিলেন এবং স্বন্দরবনপথে গোপনে অস্ত্রসংগ্ৰহ করিতে লাগিলেন । এই সকল কার্য্যে সীতারাম তিন জন উপযুক্ত সহায় পাইয়াছিলেন । এই তিন জন সহায় ছিল বলিয়া এই গুরুতর কার্য্য এত শীঘ্র এবং সুচারুরূপে : নিৰ্ব্বাহ হইয়াছিল। প্রথম সহায় চন্দ্রচূড় তর্কালঙ্কার, দ্বিতীয়ের নাম মৃন্ময়, তৃতীয় গঙ্গারাম । বুদ্ধিতে । চন্দ্রচূড়, বলে ও সাহসে মৃন্ময় এবং ক্ষিপ্রকারিতাঞ্ছ" গঙ্গারাম । গঙ্গারাম সীতারামের একান্ত অনুগত: ও কাৰ্য্যকারী হইয়া মহম্মদপুরে বাস করিতেছিল।”