পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (দ্বিতীয় ভাগ).djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চমবারের বিজ্ঞাপন ইন্দিরা ছোট ছিল—বড় ইষ্টয়াছে। ইহ। যদি কেহ অপরাধ বলিয়া গণ্য করেন, তবে ইন্দির বিনীতভাবে নিবেদন করিতে পারে যে, এমন অনেক ছোটষ্ট বড় হইলু থাকে । ভগবানের ইচ্ছায় নিত্যই ছোট বড় হইতেছে । রাজার কাজ ত এই দেখি, ছোটকে বড় করিয়া, বড়কে ছোট করেন ; সমাজও দেখিতে পাই, বড়কে ছোট, ছোটকে বড় করেন । আমিও যাহার অধীন, সে না হয়, আমাকে ছোট দেখিয়া বড় করিল । তার আর কৈফিয়ৎ কি দিব ? তবে দোষের কথাট। এই মে, বড় হইলে দর বাড়ে। রাজার কৃপায় বা সমাজের রুপায় যাহারা বড় হয়েন, র্তাহারা বড় হইলেও আপনার দুর বাড়াইয় বসেন । এমন কি, পুলিসের জমাদার যিনি এক টাকা বুসেই সন্তুষ্ট, দারোগ হইলেই তিনি দুই টাক। চাঙ্গিন্না বসেন, কেন না, বড় হইয়। তাহার দর বাড়িয়াছে। গরীব ইন্দির বলিতে পারে, অামি হঠাৎ বড় হুইলাম, আমার কেন দর বাড়িবে না ? তবে ইন্দির বড় কইরা ভাল করিয়াছে কি মন্দ করিয়াছে, সেটা খুব সংশয়ের স্থল ; সেটা বিচার আবশ্বক বটে । ছোট ছোট থাকিলেই ভাল । ছোট লোক বড় হইয়। কবে ভাল হইয়াছে ? কিন্তু অনেক ছোট লোকেষ্ট তাহ স্বীকার করিবে না । ইন্দির। কেন তাহ৷ স্বীকার করিবে ? পাঠক বোধ হয়, ইন্দিরার কলেবর বৃদ্ধির কারণ জানিতে ইচ্ছা করিতে পারেন। তাহা বুঝাইতে গেলে, আপনার পুস্তকের আপনি সমালোচনায় প্রবৃত্ত হইতে হয় । সে অবিধেয় কর্ঘ্যে আমার প্রবৃত্তি নাই । যিনি বোদ্ধা, তিনি ইন্দিরাখালি মনঃসংযোগ দিয়া পাঠ করিলেই জানিতে পারিবেন ষে, তাহাতে কি কি দোষ ছিল এবং এক্ষণে তাহ! কি প্রকারে সংশোধিত হইয়াছে । প্রকৃতপক্ষে, পুরাতন নামে এ একখানা নুতন গ্রন্থ ! নূতন গ্রন্থপ্রণয়নে সকলেরই অধিকার আছে । গ্রন্থকারের ইহাই যথেষ্ট সাফাই ।