পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র ও দীনবন্ধু ৭৯ ডেপুটীতে ডেপুটীতে ঘর পুরিয়া গিয়াছিল ; বঙ্কিমচন্দ্র ও তাহার ভ্রাতারাও উপস্থিত ছিলেন। একজন প্রসিদ্ধডেপুটী ईशत्र কিছু পূৰ্ব্বে লেপ্টেনেণ্ট গবর্ণরের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন ; তাহার সহিত কি কথাবাৰ্ত্ত হইয়াছিল, তাহা এই সভাতে আমুপূৰ্ব্বিক বিবৃত করিতেছিলেন । তাহার কথা শেষ হইলে বঙ্কিমচন্দ্র বলিলেন – f “ধনা এক জনা হয়েছে, পেখের কলম কানে দিয়ে সাহেবের সঙ্গে কথা কয়েছে।” এই ডেপুটী বাবু বঙ্কিমের বন্ধু ছিলেন, সেই জন্য তিনি তাহাকে এরূপ ভৎসনা কারলেন। এক জন ডেপুটী কোনও বিশেষ সরকারী কায্যে প্রেরিত হইয়াছিলেন । কর্তৃপক্ষেরা স্থির করিয়াছিলেন যে, ঐ কাৰ্য্য তিন বৎসরে শেষ হইবে, কেন না, ঐ কাৰ্য্য-সম্পাদনের জন্য জেলায় জেলায় ঘুরিয়া অনেক বিষয়ের তদন্ত করিবার ছিল। কিন্তু ডেপুটী বাবুট ঐ কাৰ্য্য দেড় বৎসরে শেষ করিয়া বাহবা পাইয়াছিলেন। ডেপুটী বাবু র্তাহার কার্য্যদক্ষতা ও কি প্রকারে এত অল্প সময়ের মধ্যে দেশে দেশে ভ্রমণ করিয়া কাৰ্য্য সমাধা করিয়াছিলেন, তাহার পরিচয় দিতেছিলেন। পরিচয় শেষ হইলে দীনবন্ধু বলিলেন “ওহে—, তবে তুমিই বুঝি ত্রেতাযুগে সমুদ্র পার হইয়া লঙ্কা দগ্ধ করিয়াছিলে!” ডেপুটী বাবুর দীনবন্ধুকে যমের স্তায় ভয় করিতেন; তাহার নিকটে বড় ঘেষিতেন না। কিন্তু নানা কারণে বঙ্কিমচন্দ্রের সহিত তাহারা আনুগত্য করিতেন। দীনবন্ধু কলিকাতায় সদর আফিসে আসিলে পোষ্টলি