পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

い* বঙ্কিম-প্রসঙ্গ পরে বঙ্কিমচন্দ্রের সাস্তুনাবাক্যে আশ্বস্ত হইয়া মুখোপাধ্যায় তাহাকে অনুরোধ করিলেন, “তবে আমার প্রবন্ধটা ছাপাইরা দিন।” বঙ্কিমচন্দ্র উহা হাত পাতিয়া লইলেন বটে, কিন্তু যেখানে রাখিয়াছিলেন, সেইখানেই সেটা পড়িয়া রহিল। আমি উহা যত্ন করিয়া তুলিয়া রাখিয়াছিলাম, এবং রহস্তের জন্ত মধ্যে মধ্যে অনেককে পাঠ করিয়া শুনাইতাম, সেই জন্ত উহার প্রথমাংশ আমার স্মরণ আছে । * * * খেলা আরম্ভ হইলে দীনবন্ধু, সঞ্জীবচন্দ্র এবং র্তাহাদের দলভুক্ত অনেকেই, এমন কি, বঙ্কিমচন্দ্রও অনেক কৌশল করিতে লাগিলেন, যাহাতে বন্দ্যোপাধ্যার চোর হয় ; কিন্তু “ধৰ্ম্মস্ত সূক্ষ্মা গতিঃ ” দীনবন্ধু সঞ্জীবচন্দ্রের মধ্যেই এক জন চোর হইলেন। তখন বন্দ্যোপাধ্যায় মহানদে যুক্তর ঘোড়াটা পায়ে দিয়া রূপচাদ পঙ্খীর একটা গীত ধরিয়া তাহদের সম্মুখে নাচিতে আরম্ভ করিলেন। নৃত্যগীত শেষ হইল। দীনবন্ধু তখন পূৰ্ব্বোক্ত উমেদার ব্রাহ্মণকে নিকটে বসাইয় তাহার কথা শুনিতে লাগিলেন । ব্রাহ্মণ বড় গরীব, অনেকগুলি বিধবা, নাবালক, নাবালিকা প্রতিপালন করিতে হয়, দিন চলে না, তাহার একমাত্র পুত্র যদি একটা চাকুরী পায়, তাহা হইলে অনেকগুলি ব্যক্তির জীবনরক্ষা হয়। দীনবন্ধু ব্রাহ্মণটিকে পুত্রের সহিত র্তাহার আফিসে ধাইতে বলিলেন । কিছুদিন পরে শুনিলাম, ব্রাহ্মণ-পুত্রের পোষ্টআফিসে চাকুরীর জন্তু নাম রেজিষ্ট হইয়াছে, থালি হইলেই পাইবে, কিন্তু থালি কবে হইবে, তার ঠিক নাই। এক মাস হইতে পারে, ছয় মাসও হইতে পারে। ইতিমধ্যে হুগলীর একটা ডেপুটী বঙ্কিমচন্দ্রের সহিত দেখা