পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র ও দীনবন্ধু wፃ পাড়ার একটি গলি হইতে দুই জন বৈদিক ঠাকুর বড় রাস্তায় আসিয়া পড়িলেন। দীনবন্ধুকে র্তাহারা চিনিতেন, আনন্দসহকারে তাহার সহিত কথা কহিতে কহিতে অগ্রসর হুইলেন, কিন্তু দীনবন্ধু এক জনের হাত ধরিয়া টানাটানি করিতেছেন দেখিয়া অতিশয় আশ্চৰ্য্যান্বিত হইয়া বলিলেন, “এ কি, ইনি কে ” তখন মাতালরাজ দক্ষিণ হস্ত HTH FF StorgfÈH “Son-in-law sir, yes sir, son-in-law sir!” বলিয়া তাহাদের দিকে ধাবমান হইবার চেষ্টা করিলেন, কিন্তু দীনবন্ধু তাহার হাত ছাড়িলেন না। সহসা এইরূপ সম্বোধনে বৈদিকঠাকুর নিশৰে টাকি উড়াইয়া দোঁড়িতে লাগিলেন, তাহাদের চটজুতার ফট্‌ফট্‌ শব্দ অনেকক্ষণ ধরিয়া শুনিতে লাগিলাম —বৈদিক ঠাকুরের দাতাল মাতাল’কে বড় ভয় করিতেন। এইরূপে প্রায় দশ পনের মিনিটে আমরা বাট পৌছিলাম। পরে অনেকক্ষণ ধরিয়া দীনবন্ধুকে বাতাস দিতে হইল। যতক্ষণ রাস্তায় মাতালকে ধরিয়াছিলেন, ততক্ষণ তিনি গম্ভীরভাবে ছিলেন ; এক্ষণে বঙ্কিমচন্দ্র ও তাহার ভ্রাতাদিগকে দেখিয়া নিজমূৰ্ত্তি ধরিলেন। ঘামিতেছেন, হাপাইতেছেন, আবার হাসাইতেছেন, এবং হাসিতেছেন। এখানে বলা বাহুল্য, মাতালবাবুকে খাওয়াইয়া পান্ধী করিয়া শ্বশুরবাট *ा?ान श्ल গ্রামান্তরে। অজ্ঞাত অপরিচিত ব্যক্তি, যাহার পেশা মাতাল হইয়া খানায় পড়া, তাহাকে কে এরূপ যত্ন করিয়া আশ্রয় দিয়া থাকে ? সে কেবল দীনবন্ধু । অভ কোনও ভদ্রলোক হইলে উহাকে খান হইতে তুলির নিকটস্থ কোনও দোকানে (ঐ স্থানে অনেক দোকান ছিল)