পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্রের প্রথম গদ্য রচনা আমরা এরূপ কল্পনাপ্রিয় জাতি, রচনায় সত্য-মিথ্যার প্রভেদ করা এত তুচ্ছ পদার্থ মনে করি যে, আমাদের দ্বারা কাহারও জীবনচরিত লেখা, বোধ করি, হইতেই পারে না। বঙ্কিমবাবু ত অসাধারণ ব্যক্তি ছিলেন, সত্য মিথ্যা তাহাতে সকলই সাজে ; তাহার পর, আজি ১৭১৮ বৎসর তাহার মৃত্যু হইয়াছে, তাহার সম্বন্ধে অলীক-বাদ যে উঠিবে, আশ্চৰ্য্য নহে। আমি সামান্ত ব্যক্তি, এখনও 'জলজীয়ন্ত জীবন্ত রহিয়াছি, আমার সম্বন্ধেও বিস্তর মিথ্যা কথা শুনিতে পাই। তাহাতে আবার আমার পিতৃদেবকে লইয়া টানাটানি করা হয়। আমার বন্ধু, জ্যেষ্ঠসহোদরোপম ঐযুক্ত দীননাথ ধর মহাশয় “বঙ্গবাসী” প্রকাশিত গোপাল উড়ের টপ্পার পরিশিষ্ট্রে লিখিতেছেন,—“এক সময়ে উমেশ ভুলোর মধ্যে মনোবাদ ঘটিয়াছিল ; ফলে, গোপাল উড়ের যাত্রার দুইটি দল হইল। গুনা যায়, সুপ্রসিদ্ধ সাহিত্যিক চুচুড়া-নিবাসী শ্ৰীযুক্ত অক্ষয়চন্দ্র সরকার মহাশয়ের পিতা খ্যাতনামা ৮গঙ্গাচরণ সরকার মহাশয় নিজ বাড়ীতে এই উভয় দলের বায়না করিয়া এ বিবাদ মিটাইয়া দিয়াছিলেন।” সৰ্ব্বৈব মিথ্যা। এ মিথ্যায় আবার একটু ক্ষতি আছে। আমাদের