পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্রের প্রবম গষ্ঠ রচনা - ১২৭ থাকিলে বোধ হয় তিনি এক জন উৎকৃষ্ট কুৰি হইতেন। দ্বারকানাথ, দীনবন্ধু, ঈশ্বরচন্দ্ৰ সকলেই গিয়াছেন—তাহাদের কথাগুলি লিখিবার জন্ত আমি আছি।” অতি অল্প বয়সেই বঙ্কিমচন্দ্র ইংরাজি কবিতার রস উপভোগ করিতে পারিতেন। এই সময় হইতেই তিনি সংস্কৃত সাহিত্যের চর্চা করিতে থাকেন ; কিন্তু সংস্কৃত অপেক্ষা ইংরাজী সাহিত্যে তিনি অধিকতর প্রবেশ লাভ করেন । বঙ্কিমের কোন কোন চরিত-লেখক বলিতেছেন, হুগলি কলেজের প্রসিদ্ধ অধ্যাপক ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায় হইতেই বঙ্কিমচন্দ্র ইংরাজি শিক্ষা করেন। আমি বলি না। কেন বলি না, তাহা বুঝাইতে গেলে কেবল খুটিনাটিতেই আমার প্রবন্ধ পূরিয়া যাইবে, সে ত ভাল হইবে না। চরিত-লেখক, নিজেই বলিতেছেন,—বঙ্কিমবাবু, ৫৭ সালে বি, এ, পরীক্ষা দেন, আর ঈশানবাবু “১৮৬৪ সালে হুগলী কলেজের হেডমাষ্টার পদে নিযুক্ত হন ।” তবে ঈশানবাবুর কাছে বঙ্কিমবাবু শিথিলেন কবে ? যাউক, ও সকল অসাবধানতার কথা আর তুলিব না। বঙ্কিমবাবুর প্রথম গ্রন্থ“ললিতা পুরাকালিক গল্প— তথা

  • ाठक बहॉभद्र बहूआरु कब्रिड्रा ‘ऊर्थी' कथांछेि भइषवन