পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঙ্কিমচন্দ্রের প্রথম গদ্য রচনা ృ\రిు সাহিত্যও তিনি তখন কিছু কিছু পাঠ করিয়াছিলেন। আর ইংরাজী কবিতা, সেক্সপিয়র হইতে বায়রন, তিনি বিশেষ করিয়া অনুশীলন করেন। পূৰ্ব্বেই বলিয়াছি, স্বভাবের সৌন্দর্ঘ্য দেখিতে অভ্যস্ত হইয়া তিনি কবিতার সৌন্দৰ্য্য উপভোগ করিবার শক্তি লাভ করেন। যাত্রা, গান, কীৰ্ত্তনের কথা এখন বলিব না। এ প্রবন্ধ এইখানেই থাক। দুইটা কথা আমি প্রথমে বলিলাম,—(১) বঙ্কিমবাবু বি, এ, পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারেন নাই-কর্তৃপক্ষের favour বা অনুগ্রহে তিনি উত্তীর্ণ বলিয়া পরিচিত হন। এই কথাটির সরকারী দলীলী প্রমাণ দিয়াছি। (২) আর একটা কথা আমার অনুমান ; বঙ্কিমবাবু র্তাহার আঠার বৎসর বয়স পর্য্যন্ত বাঙ্গালা গদ্যের আলোচনা করেন নাই। এই দুইটা কথায় বঙ্কিমবাবুর প্রতিভার কি কিছু অবমাননা করা হইল? আমি বলি, তা ত নয়ই—প্ৰত্যুত তাহার প্রতিভার গৌরববৃদ্ধি করিবার চেষ্টা করিলাম। প্রতিভা দুই ভাবে বুঝা যায়,— (?) "নবনবোন্মেষশালিনী বুদ্ধি প্রতিভা উচ্যতে।" Inventive genius (s) wią gę effệt:TH RT5–“Indefategable exertion in pursuit of an object I" as to so wish, তাহাতে বুঝি—এই দ্বিতীয় প্রকার প্রতিভাতেই বঙ্কিমবাবু আমাদের মধ্যে মহিমান্বিত হইয়াছেন। উপসংহারে একটি নিবেদন করিব,—বঙ্কিমবাবুর আত্মীয় অনাত্মীয় নব্য লেখকের বঙ্কিম-চরিত লিখিবার সময়, একটু দেখিয়া শুনিয়া সতর্কতার সহিত যেন লেখনী চালনা করেন ; আমরা