পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র কাঁটালপাড়ায় বঙ্কিমবাবুর বাড়ী আমার বাড়ী হইতে বেশ দূর নয়। নৈহাটা ষ্টেশী হতে তার বাটা যতটুকু দক্ষিণ, আমার বাড়ী প্রায় ততটুকু উত্তর-পশ্চিম। র্তাহাদের বাড়ীতে রাধাবল্লভ বিগ্রহ আছে, খুব জীকাল নিত্য-ভোগ হয়, রোজ দশ সের চাল রান্না হয়, আর নয় সিকা করিয়া নিত্য বাজারখরচ বন্দোবস্ত আছে। গুনিয়াছি, মুড়াগাছ পরগণায় রাধাবল্লভের খুব বড় একটা তালুক আছে। তারই মুনাফা হতে র্তাহার সেব চলে। দুইঘর চাটুযে মহাশয়র রাধাবল্লভের সেবাইত, একঘর ফুলে, আর এক ঘর বল্লভা। বঙ্কিমবাবুরা ফুলে। চাটুযে মহাশয়দের সেবার জন্য কিছু দিতে হয় না। কেবল উহাদের মধ্যে যাহাদের অবস্থা তত ভাল নয়, ভোগের এক অংশ তাহাদের বাড়ীতে যায়। অনেক গরীব দুঃখী লোক মধ্যে মধ্যে রাধাবল্লভের প্রসাদ পায়। রাধাবল্লভের বারমাসে তের পাৰ্ব্বণ হয়। কিন্তু রথে খুব জাক হয়। রথখানি পিতলের, বেশ বড়। বারমাস রথখানি গোলপাতার ছাউনিতে ঢাকা থাকে। রথের সময় উহা বাহির করিয়া ঘষে মেজে চক্চকে করিয়া লওয়া হয়। রথের সময় বঙ্কিমবাবুলের বাড়ীর দক্ষিণে একটা খোলা জায়গায় বেশ একটা মেল