পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র কাটালপাড়ায় . ১৫৩ জিজ্ঞাসা করিলেন, ক্রমে রচনাটির কথা উঠিলে তিনি সেটি দেখিতে চাছিলেন। আমি একদিন গিয় তাহাকে উহা দেখাইয়া আসিলাম। তাহার পর তিনি আমায় একদিন বলিলেন, “তুমি যদি ইচ্ছা কর, আমি উহা বঙ্গদর্শনে ছাপাইয়া দিতে পারি।” আমি বলিলাম, ‘আর্য্যদর্শনে যাহা লয় নাই, “বঙ্গদর্শনে? তাহা লইবে, এ আমার বিশ্বাস হয় না।” তিটি বলিলেন, “সে ভাবনা তোমার নয়। তুমি রবিবারের দিন নৈহাটা ষ্টেশনে অপেক্ষা করিও, আমি সেই সময়ে পৌছিব।” যথাসময়ে তিনি আমাকে সঙ্গে করিয়া রেলের ভিতর দিয়াই বঙ্কিমবাবুর বাড়ীর দিকে যাইতে লাগিলেন। পথে শুনিলেন যে, তার চারি ভাই শুামাচরণবাবুর বাড়ীতে বসিয়া গল্প করিতেছেন। তারের বেড়া ডিঙ্গাইলেই শুামাচরণ বাবুর বাড়ীর দরজা। রাজকৃষ্ণ বাবু বাড়ী ঢুকিলেন, তাহার সঙ্গে আমারও এই প্রথম প্রবেশ। রাজকৃষ্ণবাবুকে তাহারা খুব আদর অভ্যর্থনা করিয়া বসাইলেন, আমিও বসিলাম। নানারূপ কথাবার্তা চলিতে লাগিল। চার ভাইয়েরই নাম শুনা ছিল, আমি তাহদের গল্পের মধ্যেই কোনটি কে, চিনিয়া লইলাম। ক্রমে বঙ্কিমবাবুর দৃষ্টি আমার উপর পড়িল । তিনি রাজকৃষ্ণ বাবুকে জিজ্ঞাসা করিলেন, “এটি কে ?” তিনি বলিলেন, “এটির বাড়ী নৈহাটী, সংস্কৃত কলেজে পড়ে, এবার বি, এ, পাল করিয়াছে।” তিনি জিজ্ঞাসা করিলেন, “ব্রাহ্মণ ।” রাজকৃষ্ণবাৰু বলিলেন, “ছ।” তখন বঙ্কিম আমায় জিজ্ঞাসা করিলেন; "নৈহাটি বাড়ী, ব্রাঙ্কপের ছেলে, সংস্কৃত কলেজে পড়, বি, এ, পাস করিয়াছ, আমাদের এখানে আস না কেন?” জঞ্জি