পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিম-প্রসঙ্গ .0 אצל করিলাম, "বন্ধে হইতে আমি বঙ্গদর্শনের জন্য যে কয়টি প্রবন্ধ পাঠাইছিলাম, পড়িয়াছেন কি?” তিনি বললেন, “তুমি যেটির কথা মনে করিয়া বলিতেছ, সেটি কোন জাৰ্ম্মান পণ্ডিতের লেখা বলিয়া মনে হয়। আমি আর কিছু বললাম না। সে প্রবন্ধটির নাম “বঙ্গীয় যুবক ও তিন কবি”-অৰ্থাৎ, তিন জন কবির বহি কলেজের ছাত্রের খুব আগ্রহের সহিত পড়ে, এবং এই তিনজন কবির কথা লইয়াই তাছারা আপনাদের চরিত্র গঠন করে-সেই তিন জন কবি বাইরন, কালিদাস ও বঙ্কিমচন্দ্র।