পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র موسمعبحنة 9 متشددة আমার বাড়ী নৈহাট, বঙ্কিমচন্দ্রের বাড়ী হতে পোয়াটেক পথ তফাতে। তাছার পিতার কি নাম ছিল, লোকে ভুলিয়৷ গিয়াছিল। তাহারা তাহাকে রায় বাহাদুর বলিয়াই জানিত। রায় বাহাদুর দেশের এক জন বড় লোক ছিলেন। র্তাহার বাড়ীতে রাধাবল্লভ বিগ্রহ ছিলেন। রাধাবভের রথ হইত, দোল হইত, বার মাসে তের পর্ব হইত। রাধাবল্লভের মনির ছিল, শুণ্ডিচ-ঘর ছিল, একথানি বড় আটচালা ছিল, সামনে অনেকটা খোলা জায়গা ছিল, যেখানে রথ-দোলে মেলা বসিত। রায় বাহাদুরের বাড়ীতে মাঝে মাঝে কথকতা হইত। এগার বৎসর বয়সে, যখন আমি কাটালপাড়ায় টোলে পড়ি, তখন একবার ধরণ কখকের কথা হয়। তখন আমি ভট্টাচাৰ্য মহাশয়ের সহিত প্রায়ই কথা শুনিতে আসিতাম। কথকতার আসরে বঙ্কিম বাবুর চারি ভায়েই থাকিতেন। আর কিছু বুঝিতে পারি আর না পারি, কথাটা যে বেশ জমিত,তো বেশ মনে হয়। কথক মহাশয় গাম रुब्रिदाद्र छछ ‘श' कब्रिहणहे, जबख चांगद्र निखक श्रेंद्र यांईठ ; মাঝে মাৰে লোকে বাছবা বাহবা’ বেশ বেশ বলিতে থাকিস্ত।