পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯২ বঙ্কিম-প্রসঙ্গ —“আপনার ইতিহাস লেখার কি হইল ?” উত্তর—“এখন ওসব হয় না। যদি কখনও চাকরী ছাড়িয়া কোন লাইব্রেরিতে বসিয়া পড়িতে পাই, তবে লিখিব। এখন কিছু হয় না। তোমরা ত পাঠক বাড়াইতেছ, তখন একবার দেখা যাবে।” কথা উঠিল, আজকাল লোকের হিন্দু ধৰ্ম্মের উপর আস্থা বাড়িতেছে, সে সম্বন্ধে একটা প্রতিক্রিয়া আরম্ভ হইয়াছে । আমি বলিলাম, "সেবারে আপনি মিল, ডার্বিন ও হিন্দুধৰ্ম্ম সম্বন্ধে যাহা লিখিয়াছিলেন, তাহাতে কিছু কাজ হইয়া থাকিবে।” বঙ্কিমবাবু উত্তর দিলেন, র্তার আনন্দমঠ এবং হেষ্টির সঙ্গে তর্কবিতর্কের পত্রগুলি কতক কাজ করিয়া থাকিবে । তার পর তার ইংরেজী লেখার কথা হইল । বলিলেন, বরাবর বাঙ্গালী অপেক্ষা ইংরেজী লেখা ও বলা তার পক্ষে অধিক সহজসাধ্য। আমার “বঙ্গদর্শন”-গ্ৰহণ স্থির হইয় গেলে বঙ্কিমবাবু একদিন বলিলেন, “শ্ৰীশবাবু, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। তুমি যে আমায় লেখার জন্ত ঘন ঘন পীড়াপীড়ি করিবে, তা হবে না।” আমি বলিলাম, “বঙ্গদর্শন আপনার নামের সঙ্গে অভিন্ন, আপনি না লিখিলে কি বঙ্গদর্শন চলে ? নবেল বরাবর ত চলিবেই, প্রবন্ধও মাঝে মাঝে দিতে হবে।” উত্তর—“নবেল লেখা থাকে, চলিবে। কিন্তু প্রবন্ধ দিব ন’মাসে ছ’মাসে। ইদানীং প্রবন্ধ বড় একটা লিখি নাই, কেবল মাঝে মাঝে ভাড়ামি করেছি। তোমর খুব পুরুষ, অনেক লিখিতে পরিবে, আর আমার কাছে বঙ্গদর্শনের জন্ত মাঝে মাঝে গালি থাবে । মেজ দাদাও থান ।...লেবারে