পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিম-প্রসঙ্গ وی مج ডাব পাঠাতে পারবে।” কিন্তু সেখানে তাহার যাওয়া হয় নাই। স্থানটা আমার দেখা হয় নাই, কিন্তু শুনিয়াছি, ইহার প্রাকৃতিক সৌন্দৰ্য অতি চমৎকার। সমুদ্রের জলোচ্ছাসের সময় বাঙ্গালার চারিধার জলে পূর্ণ হইয়া যায়–অদূরে জমীদার ভূইয়া মহাশয়ের বাসভবনের চারি দিকে দূরবিস্তৃত ঘন বঁাশ বনের প্রাচীর, তাহাতে নিৰ্ভয়ে হরিণযুথ ও ময়ুরময়ুরীগণ বিচরণ করিতেছে। বিশ্বস্তসূত্রে শুনিয়াছি, অপরাহে এই জীবগুলিকে স্বহস্তে আহার দান করা ভূইয়া মহাশয়ের দৈনিক কাৰ্য্য, এবং সেই সমুদ্র-বেলা ভূমে তাহাদের যথেচ্ছ বিচরণের বিঘ্ন না হইতে পারে, এই উদ্দেশে তিনি সে অঞ্চলে শীকার বন্ধ করাইয়া দিয়াছেন । কাথি মহকুমার সঙ্গে বঙ্কিমচন্দ্রের একটা ঘনিষ্ঠ যোগ ছিল। র্তাহার স্বৰ্গীয় পিতৃদেব যাদবচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় ও তদীয় পুত্র গণের নাম এখনও লোকের কণ্ঠে কণ্ঠে ;–কেন না, চট্টোপাধ্যায় মহাশয় মাজনামুঠ পরগণার বন্দোবস্তের অবসরে সাধারণ লোকের বিস্তর হিত করিয়াছিলেন । র্তাহার মেদিনীপুরে অবস্থিতিসময়ে বঙ্কিমচন্দ্র সেখানকার জেলাস্কুলে পড়িতেন । র্তাহার হেড মুহুরী সেদিনও বঁাচিয়াছিলেন ; বছর কতক হইল, প্রায় শতবর্ষ বয়সে দেহত্যাগ করিয়াছেন। ইনি বঙ্কিমচন্দ্রের বালাচপলতার অনেক গল্প করিতেন। ফলতঃ কপালকুণ্ডলার অনেক দৃপ্তের জন্ত যে বঙ্কিম বাৰু কাথির সুন্দর বালুকাশৈলশ্রেণী এবং সাগরোপকূলের কাছে ঋণী, তাহাতে সন্দেহ নাই । 鷲。 কাথি হইতে ছয় মাস পরে বীরভূম বদলী হুইবার সময় ক্ষীৰাৰ